আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভয়কে জয় করলাম। গিয়েছিলাম ব্লগ ডে তে। কিছু ছবিও তুলাম। সবই করলাম নিরবে......

মনে অনেক ভয় ও অসস্থি ছিল, যাব কি যাব না। কিন্তু কিছু ব্লগারের প্ররোচনায় (!!) অবশেষে গেলাম ব্লগ ডে তে। বেশ ভাল লাগল বিভিন্ন ব্লগারদের সহস্ফুর্ততা দেখে। যদি ও নিজেকে খুবই একা একা লাগছিল, তবু ও সাহস করে বসে পরলাম একটি চেয়ার এ। এর পর শুরু হল পরিচয় পর্ব।

সবার পরিচয় শুনলাম। কেউ কেউ পরিচিত, আবার কেউ কেউ অপরিচিত। তবে নিজের পরিচয়টা দিলাম না। কারন আমার বলার মত তেমন কোন ব্লগিং পরিচয় নাই। এর পর আমার মোবাইল দিয়ে কিছু ছবি তুললাম।

যদি ও ছবিগুলা ভাল হয় নাই। তবুও আমি এগুলা দিলাম আপনাদের দেখার জন্যে। প্রায় আঘাঘন্টা ছিলাম। বেশ ভাল লাগছিল। কিন্তু সেই সাথে বাসায় ফেরার তারাও ছিল।

তাই চলে আসলাম। আমার মনে হয় আমি মিস করেছি। কারন আমি জানি আপনারা খুব মজা করেছেন। ধন্যবাদ সেই সব ব্লাগরকে যারা আমার আগের পোষ্টে আমাকে যাওয়ার জন্যে অনুপ্রানিত করেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।