আমাদের কথা খুঁজে নিন

   

অন্য রকম অন্য ভাবে ৪র্থ ব্লগ দিবস

মানুষ ভালোবাসতেই জানে শুধু। ভালোবাসার মানুষকে ভুলতে জানেনা। ভালোবাসা ­টা হলো ঠিক আমাদের সামনের সমুদ্রস্রোতের মত। বারবার ফিরে আসে, ধাক্কা দিয়ে যায় ভেতরটাকে। সমুদ্র ­কখনো শুকিয়ে যাবেনা, স্রোতটাও কখনো হারাবেনা।

শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ও শুভ কামনা। যদিও বা আমি অনেক দেরিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করি আমার প্রিয় ব্লগের ভাই বোনদের অনেকর অনেক ভাল ভাবে কাটালেন দেখলাম ফেসবুক ও ব্লগে। অনেক অনেক বড় সরো কেক কেটে উযাপন করলেন। ছবি এবং আপনাদের লিখালিখি দেখে অনেক ভাল লাগ্ল।

আপনাদের অনন্দে শরিক হওয়ার জন্য আমি কেক কাটলাম কাটলে বললে ভুল হবে আমিও কেক খেলাম আমার অফিসে বসে। তাই আপনাদের জন্য ছবিটা শেয়ার করলাম। সবাই ভাল তাকবেন অন্য রকম অন্য ভাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।