আমাদের কথা খুঁজে নিন

   

Battle of the Bulge (1965) প্যানৎছারের মাধ্যমে হিটলারের ঘুড়ে দাড়ানোর ব্যার্থ চেষ্টা!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ১৯৪৪ সালের ডিসেম্বর মাস। হিটলারের জার্মান নাৎসী বাহিনী কতৃক দখলকৃীত ইউরোপ ইতিমধ্যে মূক্ত হয়ে গেছে। পূর্বে সোভিয়েত রেড আর্মি এবং পশ্চিম হতে মার্কিন-বৃটিশ মিত্র বাহিনী। মার্কিন-বৃটিশ মিত্র বাহিনীর লক্ষ্য এবার মূল জার্মানীতে প্রবেশ করা। ঠিক অবস্থাটা বুঝতেই পেরে এটা রুখার পরিকল্পনা করে হিটলার।

হিটলারের নাৎসী বাহিনীর পরিকল্পনা ছিল বেলজিয়াম ও লুক্সেমবার্গের পূর্ব দিয়ে তার ষষ্ঠ ও পঞ্চম প্যানৎছার এবং ৭ম সেনা ডিভিশন দিয়ে আক্রমণ করা। এতে করে তারা বৃত্তাকার চাপের মত ছড়িয়ে উত্তরে নেদারল্যান্ডস ও সোজা বেলজিয়াম সহ ফ্রান্সে ঢুকে মিত্র বাহিনীকে ছত্র ভঙ্গ ও সাপ্লাই বন্ধ করা। হিটলারের উদ্দেশ্য মিত্র বাহিনীকে শান্তি চুক্তিতে বাধ্য করা এবং যাতে সে পূর্বে রেড আর্মির বিরুদ্ধে সহজে মনোযোগ দিয়ে লড়তে পারে। এই যুদ্ধটি Battle of the Bulge ছাড়াও বেলজিয়ামের ওয়ালোনিয়া এলাকার আরডেনেস পার্বত্য অঞ্চলের নামানুসারে Ardennes Counteroffensive এবং জার্মান ভাষায় এটাকে Von Rundstedt Offensive। নাৎসী বাহিনী এটাকে কোডনেম দেয় Unternehmen Wacht am Rhein (\"Operation Watch on the Rhine\")।

Click This Link ম্যাপের মাধ্যমে যুদ্ধের কিছু চিত্র; ১৫ই ডিসেম্বর আক্রমণের পূর্ব দিন ১৬ই ডিসেম্বর জার্মান প্যানৎছারের আক্রমণ শুরু ১৭ই ডিসেম্বর ১৯৪৪ ২৬শে ডিসেম্বর ১৯৪৪ ৬ই জানুয়ারী ১৯৪৫ ১৪ই জানুয়ারী ১৯৪৫ ২১শে জানুয়ারী ১৯৪৫ Click This Link এই ঘটনার উপর ভিত্তি করেই ১৯৬৫ সালে নির্মত হয় Battle of the Bulge মূভি। এটা যৌথ ভাবে নির্মাণ করে Warner Bros. Pictures, Cinerama Productions Corp., United States Pictures। তবে ছবি নির্মাতারা মূল ঘটনার সাথে অনেক কিছুই ঠিক রাখেনি। যেমন এই নাৎসী আক্রমণের তথা প্যানৎছারের কমান্ডার হিসেবে কর্ণেল হেসলার Col. Hessler বলে কেউ নাই। এটা কাল্পনিক।

এই চরিত্রে অভিনয় করেছেন রবার্ট শ Robert Shaw। এই ছবিতে দেখানো হয় হিটলার শুধু মিত্র বাহিনীকে রুখার পরিকল্পনাই নয় বরং নতুন ধরণের দ্রুত গতির জঙ্গী বিমান(মিগ-১৫ টাইপ) সহ অন্যান্য সামরিক যান ও অস্ত্র তৈরি করে সহজেই আবার হারানো জায়গা পুনঃ দখল করে নিবে। এই ছবিতে দেখানো হয় মার্কিনিদের একসেন্টে ইংরীজে উচ্চারণে দক্ষ একদল জার্মান স্পেশাল ফোর্সকে নকল মিত্র বাহিনীর সৈন্য বানিয়ে বিভিন্ন নদীর ব্রিজ সহ গুরুত্বপূর্ণ পথ নাৎসী বাহিনীর চলাচলের পথ সুগম করবে। এটাতে ভাল ফোর্স থাকলেও কর্ণেল হেসলারের বাহিনীতে এই বিশেষ অভিযানের জন্য প্যানৎছারে সব তরুণ যাদের বয়স ২৬ এর মধ্যে নিয়োগ দেয় কারণ ইতিমধ্যেই অনেক সৈন্য হারিয়েছে। তারা আগে কোন যুদ্ধেই অংশ নেয়নি।

এটাতে হেসলার একটু বিচলিত হলেও জার্মান জেনারেল জানান তারা তরুণ হলেও প্রথম যুদ্ধই তাদেরকে যুবক বানিয়ে দিবে। কিন্তু কর্ণেল হেসলার এটাতে যখন পরিপূর্ণ আস্থা হতে পারছিলেন না তখন; http://www.youtube.com/watch?v=CripLDmoSCg এই ছবিতে মূল নায়ক হেনরী ফন্ডা Henry Fonda মিত্র বাহিনীর লেঃ কর্ণেল কেলী, চার্লেস ব্রুনসন(মিত্র বাহিনী) Charles Bronson এবং বিটিভিতে এক সময় প্রচারিত কোজাক নামক ইংরেজী ড্রামা সিরিজের নায়ক টেলী সাভালাস(মিত্র বাহিনী) Telly Savalas অভিনয় করেছেন। ছবিটির পরিচালক কেন এন্যাকিন Ken Annakin। আই.এম.ডি.বিতে এর রেটিং ৬.৭ Click This Link এই ছবিটির টরেন্ট লিংক; Click This Link আশা করি মূভিটি ভাল লাগবে!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।