আমাদের কথা খুঁজে নিন

   

ব্যয়াফুক শান্তিপূর্ণ হরতাল আজ !

নিজেকে জানতে পারলে বদলে দিতে পারবে আমার এই দেশটিকে। ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠায় প্রয়োজন ডিজিটাল কিছু মানুষের। তাহলেই গড়ে উঠবে একটি স্বপ্নময় দেশ। এত্তো শান্তিপূর্ণ জ্যামহীন হরতাল খুবই বিরল ! ব্যয়াফুক মজার হরতাল আজ । কি যে ভালো লাগছে--! তা ভাষায় বুঝাবার পারছি নাহ ! বিশ-ত্রিশ জনের একটা মিছিল মহাখালী ফ্লাইওভার নিচে বীরদর্পে এগিয়ে যাচ্ছে আর পুলিশ তাদের পাহাড়া দিয়ে প্রোটেকশন দিচ্ছে।

অন্যদিকে মিছিলের পাশ দিয়ে সিএনজি, লেগুনা আর কিছু ভারী যানবাহন দ্রুত গতিতে মিছিল ক্রস করে যাচ্ছে। ভাংচুর, ককটেল বিস্ফোরণ, বোমাবাজি, অগ্নিসংযোগ কিছুই ঘটলো নাহ । খুবই অবাক হয়ে মিন মিন করে হাটছি আর দৃশ্যগুলো হজম করে যাচ্ছি । কোনো ড্রাইভারের মাথায় কোনো হেলম্যাট দেখলাম নাহ, পুলিশ ভাইদের কোনো অ্যাকশন মুড, হাম্পি-জাম্পি, তল্লাশি, শরীরের ঢাকনা, লাঠি জাতের কোনো কিছুই চোখে পড়লো না । হরতাল-অবরোধের দিনে মানুষকে এতটা বিস্ময় প্রকাশ করতে আমি দেখিনি ।

সরকারের মুখপাত্রের কথায় আরো অবাক হয়েছি যে শান্তিপূর্ণ হরতালে তাদের কোনো আপত্তি নেই শুনে । সুন্দরস---- অবাক হওয়ার আরো আছে- বামপন্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশের বিরাাাাাাাট জনগোষ্ঠির প্রতিনিধিত্বকারী বহু ইউনিয়ন, ফেডারেশন, ঐক্য পরিষদ, সমিতি ও এসোসিয়েশন সমুহের নেতারা । গুডডডড-- বনানীর মোড়ে অন্যদিনের মতো দেখিনি কোনো পুলিশি মহড়া, দেখিনি হন্তদন্ত হয়ে সশস্ত্র কোনো রণসজ্জা--! রাস্তার মোড়ে মোড়ে দেখা যায়, শীতের সকালে ফুরফুরে মেজাজে পুলিশ ভ্যানে বসে চায়ের কাপে ধুমধাম চুমুক মহড়া । বাহ--! উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করে আজকের শান্তিপূর্ণ হরতালকে স্মরণকালের ইতিহাসে শ্রেষ্ঠ হরতাল বললে আশা করি ভুল হবে নাহ । আমার কাছেতো তাই মনে হইচ্ছে ! সিপিবির সাধারণ সম্পাদক খুবই মার্জিত ভাষায় মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে এই হরতালের পক্ষে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বইলছেন, “কেবল রাজাকাররাই আগামীকালের হরতালে গাড়ি নামাতে ও দোকান খুলতে চেষ্টা করতে পারে।

জাতীয় ইস্যুতে ডাকা এই হরতালের সপক্ষে না থেকে পারে না স্বাধীনতাপ্রিয় দেশবাসী। ” খুবই হাস্যকর লাগলো এইকথা ভেবে যে, হরতাল অবরোধ হলেতো ওরা ওরা ওরা খুবই সুযোগ-সুবিধার অধিকারী হয়, অপিস না করে সারাদিন ঘুমায় আর টিভি দেখে, শেষ বিকেলে সাঙাতিক সম্মেলন করে কুতসিত চেহারাটা জনসম্মুখে হাজির করে; মাঝখানে আমরা সাধারণ জনগন চিপায় পড়ে যত্তসব দুর্ভোগ হজম করি-- । কিন্তু আজকেতো কোনো সরকারী, বেসরকারী অফিস ছুটি দেয়নি ! হরতাল উপলক্ষ্যে আজ ছুটি দিলে জব্বর হইতো ! হাপুস টুপুস করে অফিসে এসে তাহলে ২০-২৫ বছর বয়সে কিছুটা-- রাজাকার হয়ে গেলাম--! সদ্য ক্যাম্পাস শেষ করে হরতালের দিনে অপিস করাটা আজকাল খুবই একগেঁয়ে লাগছে । ক্যাম্পাস লাইফে হরতালটা খুবই মজার কাটতো ! ইসসসসসসসস---! ফিরে যাওয়ার পথটা খোলা আছেতো ?!?!? নাহ নাহ----! দরকার নেই ! এমন শান্তিপূর্ণ হরতাল হলে আবার ক্যাম্পাস অটো বন্ধ হবে কিনা তদন্ত ছাড়া বলা যাবে নাহ ! উফফফফ হহহহহ-----! যে কথা বলাই হয়নি; মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচার, জামায়াত নিষিদ্ধের দাবীসহ তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিক পক্ষ ও সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার ও শাস্তি দেয়া, বিদ্যুৎ বিল, গাড়ি ভাড়া, তেল গ্যাস ও বিশ্ব ব্যাংকের পরামর্শে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা নিয়ে আজকের শান্তিপূর্ণ হরতাল । এইগুলো হলো জাতীয় ইস্যু ! সত্যিই এই জাতিয় ইস্যুগুলো নিয়ে এত্তো শান্তিপূর্ণ হরতাল সফল হওয়ায় আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ অভিনন্দন---! আইচ্ছা ! আমার কিন্তু খুবই সন্দেহ হইচচে--! ব্যাপারটা কি--??!? সরকার কি ওদের দিয়ে হরতাল ডাকলো--? নাকি বিএনপি-জামাত ওদের দিয়ে ধারাবাহিক আন্দোলন বজায় রাখলো--? ? ? বি:দ্র: আমি কিন্তু অংকে কাঁচা নাহ, তবে ব্লগে ১০০%---! েসা-- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.