৪১ বছর আগে আমরা বিজয় অর্জন করি।
কিন্তু যে সোনার বাংলা গঠনের লক্ষ্য নিয়ে যুদ্ধ হয়েছিল, সেটা কি পূরণ হয়েছে? যে কেউ এর উত্তর দেবেন- ‘না। ’
সচেতন মহল মনে করে, এর কারণ হলো দেশের শীর্ষ দুই রাজনৈতিক দলের মধ্যে চরম বৈরী সম্পর্ক। তাদের এ বৈরিতার কারণে রাজনীতি সংঘাতময় হয়ে উঠছে।
এই রাজনীতিই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো নেতৃত্ব জাতিকে উপহার দিয়েছে।
অথচ তাদের দুই দলের বর্তমান নেতৃত্ব আজ কী করছে! তারা শুরু করেছে হত্যা-লুণ্ঠন আর সন্ত্রাসের রাজনীতি। জাতিকে ‘উপহার’ দিয়েছে আইনের শাসনহীন এক অরাজক দেশ। মানুষ ভুগছে চরম নিরপত্তাহীনতায়, চাইছে ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। ’
বিজয়ের এ মাসেই রাজনীতি আরো সংঘাতময় হয়ে উঠেছে। একের পর এক হরতাল, জ্বালাও-পোড়াও।
দিনে-দুপুরে মানুষ হত্যা, সরকারদলীয় ও বিরোধীদলীয় নেতাকর্মীদের তাণ্ডব। প্রশ্ন উঠছে, এর শেষ কোথায়?
রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কখনোই দেশ শান্তিময় হবে না। সফল হবে না মুক্তিযুদ্ধের উদ্দেশ্য।
বিজয়ের এ মাসে দেশের প্রধান দুই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে আসুক, দূর করুক তাদের ‘বৈরী সম্পর্ক’। তাহলেই আসবে সত্যিকারের বিজয়।
সেই অপেক্ষায় পুরো জাতি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।