আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির প্রভাত...

তুমি যদি প্রত্যেকদিনকে নিজের জীবনের শেষ দিন ভাবো, তাহলে, একসময় তুমি সঠিক হবে! মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য আমার একটি কবিতা, ওই মাটিতে মিশে আছে আজও লাল রক্তের দাগ, সংগ্রামী সেই মুখগুলো আজ অতীতে ফিরে যাক। নির্দয়হীন, নির্মমতার মেলা বসেছিল যেখানে- চলো ফিরে যাই মুক্তিযুদ্ধের গল্প শুনতে সেখানে। শুনলাম আমি, ছিল সেখানে মানুষরূপী হানাদার, কেড়েছিল তারা অসংখ্য প্রাণ, হৃদয় ফাটানো হাহাকার। তখনই সময়, বাংলার ছেলেরা হয়েছিলো সূর্যসেনা, প্রভাত এনেছে তারা, করেছে আমাদের দেনা। তাদের রক্ত বুকে নিয়ে আমরা এগিয়ে যাবো- ৩০ লক্ষ্য প্রাণের বিনিময়ে এই বঙ্গভূমি পাবো। এই কবিতাটি আমি উৎসর্গ করলাম সকল শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।