আমাদের কথা খুঁজে নিন

   

সাধারন জরিপ পোষ্টঃ ব্লগ-ডে তে সামুর ব্লগাররা কি কি মজা করতে পারেন? আপনি যদি নাও আসতে পারেন নিদেন পক্ষে কিছু আইডিয়া শেয়ার করুন যেন অন্য ব্লগের ব্লগাদেরকে আমরা চমকে দিতে পারি।

আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo প্রিয় ব্লগারবৃন্দ শুভেচ্ছা নিন। আগামী ১৯শে ডিসেম্বর আমরা পালন করতে যাচ্ছি ব্লগ ডে। বাংলা ব্লগের একটি প্লাটফর্ম তৈরি করার নিমিত্তে প্রতিবারের মত এবারও সকল ব্লগের ব্লগাররা এক সাথে মিলিত হতে যাচ্ছেন। তাই এই ব্লগ ডে হতে যাচ্ছে আমাদের সকল ব্লগারদের একটি মিলন মেলা।

সবার সাথে দেখা হবে, আড্ডা হবে এটা ভাবতেই অনেক ভালো লাগছে। এখন ব্যাপার হচ্ছে, এই ব্লগ ডে বিজ্ঞজনরা অনেক আলোচনা করবেন, বাংলা ব্লগের ভূত ভবিষ্যত নিয়ে অনেক আলোচনাও হবে। ভালো কথা। সবাই করুক। কিন্তু আমি মনে করি, আমাদের সামুর ব্লগাররা যদি এই রকম আড্ডার মাঝে মাঝে কিছু মজা করতে পারতাম, সেটা অনেক ভালো হত।

অন্তত্ এক ঘেয়েমি কাটত। তাই আড্ডার মাঝে মাঝে আমরা কিছু মজাও করতে চাই - সামু সহ অন্যান্য ব্লগের ব্লগাদের সাথে। এই জন্য কিছু আইডিয়া দরকার। প্রাথমিক ভাবে আপনাদের কাছে একটি ধারনা চাই, কি কি করা যেতে পারে। প্রয়োজন বোধে বিস্তারিতও জানাতে পারেন।

আপনাদের সুবিধার জন্য দুই একটি আইডিয়া আমি শেয়ার করছি, বাকিটা আপনারা বলবেন। ১। কোন রম্য বিতর্ক করা যেতে পারে। ( তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কোন মজাই যেন অতিরিক্ত না হয়ে যায়। বিশেষ করে জেন্ডার ভিত্তিক সকল রম্য বিতর্ক সর্তকতা সাথে করতে হবে।

অন্যথায়, আমাদেরকে জেন্ডারহীন করে ফেলা হব ) ২। একটি আঞ্চলিক ভাষার প্রতিযোগিতা করা যেতে পারে। এই ক্ষেত্রে ভাষার কাঠিন্য এবং বৈচিত্রতার কারনে প্রাধান্য পাবে, ঢাকা, চট্রগ্রাম, নোয়াখালী, বরিশাল, সিলেট এবং রাজশাহী এলাকার ব্লগারবৃন্দ। ৩। একটি মিথ্যে কথা বলার আসর করা যেতে পারে।

সব সময় সত্যবাদিদের পুরুষ্কার দেয়া হয়েছে। মিথ্যেবাদীরা এটা নিয়ে অনেক মন খারাপ করেছেন। তাই আমরা ব্যক্তিক্রম ধর্মী এই প্রতিযোগিতা করতে পারি। (আমি এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করবই ) ৪। একটি কুইজ প্রতিযোগিতা করা যেতে পারে।

তবে তা হবে সার্বজনীন কোন বিষয় নিয়ে। কোন নির্দিষ্ট ব্লগের বা ব্লগার কেন্দ্রিক নয়। এবং অতি অবশ্যই তাতে থাকতে হবে রসবোধ। যেমন, ঢাকার রাজধানী কোনটা, ঢাকা দক্ষিন না ঢাকা উত্তর। তবে সাধু সাবধান, বাংলাদেশের জাতীয় পাখি কি এই জাতিয় কোন প্রশ্ন করা যাবে না।

পুরানো দুইটাকার নোট এবং নতুন দুইটাকার নোটের উপর ভিত্তি করে কেউ এর উত্তর দিলে বড় ধরনের ঝামেলায় পড়ার সম্ভবনা আছে। ৫। আরো করা যেতে পারে প্যাকটিক্যাল কোন জোকস এর আয়োজন। যেমন ধরুন কথা নেই বার্তা নেই, হঠাৎ কেউ একজন একটি রং এর টিন নিয়ে দৌড়িয়ে আসবেন, সিরিয়ার ভঙ্গিতে যারা কথা বলছেন তাদের মাঝে। দৌড় দিয়ে আসার সময় কিংবা এসে এমন একটা ভাব করতে হবে যেন, ব্লগ ডে উপলক্ষে ব্লগ ডে পালন কমিটি 'হোলি" খেলার অনুমোদন দিয়েছেন এবং তাদেরকে রং দেয়ার জন্যই তার আগমন।

আশা করি এই ধরনের ঘটনায় সিরিয়াস ব্লগার গন এদিক সেদিন ছোটাছুটি শুরু করবেন। পরিশেষে দেখা যাবে, রঙ এর বাক্সে কিছুই নেই। যাই হোক, এখন আপনাদের পালা, কিছু আইডিয়া দিন। সাথে উদহারন দিলে ভালো হয়। ব্লগ ডে উপলক্ষে আপনার আসা নিশ্চিন্ত করার পাশাপাশি কিছু আইডিয়াও শেয়ার করুন।

পরিশেষে ব্লগ ডে সফল হোক, এই কামনা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.