আমাদের কথা খুঁজে নিন

   

404 Error

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ওয়েবসাইটের কমন মেসেজ যেটা নির্দেশ করে ওয়েবপেজটি পাওয়াযায় নি। আবার এটি হতে পারে যদি ইউজার কোন পুরাতন কিংবা ভুল লিঙ্কে ক্লিককরে তাহলে এই মেসেজটি দেখাতে পারে। " ৪০৪ এরর বলতে বোঝায় যে, সার্ভারটিচলমান(valid), কিন্তু ওয়েবপেজটি কিংবা ওয়েবপেজে যাওয়ার পথটি(path) বৈধ(valid) নয়" প্রশ্ন জাগতে পারে কেন একে "মিসিং ওয়েবপেজ এরর?" নাবলে "৪০৪ এরর" বলা হয়? যখন ওয়েব সার্ভার একটি পেজ খুঁজে পায় না, তখন ওয়েবসার্ভার থেকে ৪০৪ এরর উপন্ন হয় । আর এই এরর কোড সার্চ ইঞ্জিন বুঝতে পারে। ফলে সার্চ ইঞ্জিন সার্চ রেজাল্ট থেকে এই পেজটিকে সরিয়ে রাখে।

এমনকি ৪০৪এররকে ওয়েবস্ক্রীপ্ট এবং ওয়েব মাস্টার টুলগুলো সনাক্ত করতে পারে। ফলেওয়েবমাস্টাররা ঐ পেজটিকে সনাক্ত করে ঠিক করার চেষ্টা করে। ৪০৪ বলারকারণ: WWW এর প্রথম ডাটাবেজ বসানো হয় সুইজারল্যান্ডের একটি অফিসের চারতালার৪০৪ নাম্বার রুমে। সেখানে ফাইল আদান প্রদান করার সময় ভুল থাকলে “৪০৪:পাওয়া যায়নি” মেসেজ লেখা হত। সেখান থেকে আসা শব্দটি দ্বারা এখন সার্ভারেপেজ পাওয়ানা গেলে ৪০৪ এরর দেখানো হয়।

অনুরুপ: ৪০৩: মানে হলনিষিদ্ধ । যেখানে সাধারণ ইউজার প্রবেশের অনুমতি নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।