...কৃষ্ণকলি আমি তারে বলি কালো তারে বলে গায়েঁর অন্য লোক.... রবী ঠাকুর যতোভাবেই কালো মেয়েদের প্রমোট করার চেষ্টা করুন না কেন, মেয়ের কালো হরিণ চোখও ঢাকা পড়ে যায় গায়ের রঙয়ে। অন্যান্য গুণাবলীর কথা নাই-বা বললাম। এমন কোন কালো মেয়েকে পাওয়া যাবে না, যিনি কোন না কোনভাবে হীনমন্যতায় ভূগেননি, বা নিজের পরিবার বা আশপাশের মানুষের কাছ থেকে কথা শোনেননি। তাই বলছিলাম যে, আপনি যদি সত্যি সত্যিই কালো বা শ্যামলা বর্ণের হয়ে থাকেন, চলুন আমরা এ নিয়ে কথা বলি। কেন আমাদের সব গুণ, সব সৎ কর্ম ঢাকা পড়ে যাবে বাহ্যিক একটা কারণে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।