ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । মনাই, সেই ছেলেটি যে ছিল প্রতিবাদী এক কণ্ঠস্বর ঝাকড়া চুলের , কঠোর বাহুর অপরুপ মনোহর । যুদ্ধের সময় শত্রুর গ্রেণেডে পা গিয়েছিল উড়ে তাই বলে তো পিছপা হয়নি নিজ জীবনের ডরে । যে মনাই পা হারালো রাখিতে দেশের মান পঙ্গু বলে আজো জোটে তার পদে পদে অপমান । সার্টিফিকেট পরের কথা জোটেনি কোন ভাতা করেনা বলে শুধু সে যে রাজনীতিরই ছাতা । মনাই এর মত কত যোদ্ধা বেঁচে আছে যথা তথা তাদের নিয়ে সমাজের কারো নেই যে মাথাব্যথা। প্রতিবছর ডিসেম্বরে নেই যে নতুন প্রত্যয় স্বাধীনতার সম্মান রাখব জীবনময় । অথচ যারা জীবন দিয়ে আনল স্বাধীনতা স্বাধীনতার মান কি বাড়ে রেখে তাদের কথা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।