নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক ঐ স্মৃতিসৌধের গায়ে কিছু চোখ এঁকে দাও, বিজয় দিবসে, মানুষের ভালোবাসায় চোখগুলো ভিজে যাক, কালের অন্তরাল হতে, বুলেট-বোমায় ক্ষত-বিক্ষত- শহীদেরা আবার জানুক, আমরা ভুলে যাইনি, কোনদিন ভুলবোনা, ইতিহাসের শরীরে খোদাই করা, তাঁদের অবিনশ্বর, দেশপ্রেমের গল্প। বীরাঙ্গনা মা, তোমাদের আঁচল বিছিয়ে দাও, আমাদের কথা না রাখার পাপগুলো সব জমা করে দেই, তোমাদের ভালোবাসার স্পর্শে আমরা পুণ্যবান হয়ে উঠি। চেয়ে দেখো, তোমাদের আঁচলে, নয়মাস ধরে আশ্রিত এই দেশ, বিশ্ব দরবারে, মাথা তুলে দাঁড়িয়ে আছে, স্মৃতিসৌধের মত। যুদ্ধাহত সব বীরপুরুষেরা, আমাদের কাঁধে ভর দিয়ে দাঁড়াও, আমরা তোমাদের গল্প, বয়ে নিয়ে যাব- প্রজন্ম থেকে প্রজন্মে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।