আমার মাত্র দুইখান চাক্কা একখান গাড়ী ... জাতীগত ভাবে আমরা কতটা নিকৃষ্ট সেটা বুঝতে পারি ফেব্রুয়ারী, মার্চ আর ডিসেম্বর মাস এলে। সারা বছর স্মৃতিসৌধ, শহীদমিনার গুলোতে কী হয় না হয় তা আমরা দেখে ও না দেখার ভান করি, পাশ কাটিয়ে চলে যাই। অনেকটা কাঁক এর মত। কাঁক কে নিয়ে একটা প্রচলিত কথা রয়েছে যে 'কাঁক যখন মরিচ চুরি করে সেটি লুকিয়ে রাখে তখন সে নিজেও চোখ বুজে রাখে। সে ভাবে যে সে দেখেনি তাই আর কেউ ও দেখেনি।' এভাবে কাঁকের মত মাস এর পর মাস পার করে দিয়ে শুধু ওই নির্দিষ্ট কয়েকটা মাস এলেই আমাদের রক্তে যেন '৭১ এর আগুন এর লেলিহান শিখা ভর করে। নির্দিষ্ট দিনটি গেল তো আমাদের তর্জন-গর্জন ও ফুরিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।