আমাদের কথা খুঁজে নিন

   

কেল্টু মাইয়ার যন্ত্রনা

আত্মনির্ভরশীল,দুর্নীতি-স্বজনপ্রীতি মুক্ত একটি শিল্পোন্নত আধুনিক সুশিক্ষিত বাংলাদেশ আমরা তরুনরাই গড়ে তুলতে পারি। আর সে জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। আমার এক মামার বসের মেয়ের কারণে আমার জীবনটাই বিষাক্ত হয়ে উঠেছে। শুধু আমার না,আমার ছোটো ভাইয়েরও। কাহিনি হোলো, ওই মেয়ের বাসা রাজশাহী।

সে হইলো ওই টাইপের মেয়ে যারা দুনিয়াতে খাওয়াদাওয়া আর ঘুম বাদে শুধু লেখাপড়া করার জন্যই আসছে। উন্মাদ টাইপের ভাল ছাত্রী। এমনকি খাওয়া দাওয়াও মাঝে মাঝে বিরক্তিকর লাগে পড়ার চোটে। মেয়ের চেহারাও খারাপ না। যাই হোক,সেই মেয়ের বুয়েটের প্রস্তুতির জন্য কোচিং গুলোর শাখা দিয়ে পোষাবে না,তাকে ঢাকায় মেইন ব্রাঞ্চে আইসা পড়তে হবে।

তো সে আর তার মা তিন মাসের জন্য আমাদের বাসায় এক রুম ভাড়া নিসে। আর তারপর শুরু করসে পড়াশুনা। আমি রাজশাহীতে বসেও শান্তি পাইনা। আম্মু ফোন করে দেয় প্যারাঃ"এইটাকে বলে লেখাপড়া। তুই কি পড়সিস আমি দেখি নাই? এইভাবে পড়লে তোরও বুয়েটে হইত।

রুশা হ্যান করে,ত্যান করে,ব্লা ব্লা ব্লা..." আরে আমি ক্যমনে বুঝাই,পড়লে তো সবাই ই ভাল ছাত্র হয়ে যাইত। আমি রুশা না,আমি আসিফ। আমার ক্যালিবার অইটুকুই। খালি আমি না,আমার ছোট ভাইয়েরো কানের পোকা বার করে ফেলসে আম্মু। যাই হোক, ওই মেয়ে ঢাবিতে ৬৫ আর রাবিতে প্রথম হইসে।

মাত্র খেল দেখানো শুরু। সামনে যে আর কত কি দেখাবে আল্লাহই জানে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.