আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে!! প্রথম তিনটি চরণে আটকে থাকতে থাকতে শেষ করতে পারলাম! কেমন হয়েছে জানিনা!! "কান্নাগুলো ঝরছে আকাশ বেয়ে"

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। অঝোর বৃষ্টি, তোমাকে আবার দেখছি। অপলক দৃষ্টি, তাকিয়ে রয়েছি, দেখছি তোমার ঝুম নৃত্য যাচ্ছি তোমাতে হারিয়ে।

বৃষ্টি তোমায় লাগছে আপন, প্রবল ধারায় সিক্ত এ মন। হয়ত মন মাঝেও বৃষ্টি বলেই, হয়ত কষ্টে কিছুটা রিক্ত বলেই, মনের সকল যন্ত্রনারা ঝরছে আকাশ বেয়ে। মনের আছে কয়টি ঋতু , জানতে ইচ্ছে, কিন্তু দেশে দেশে ঋতু-ভেদ, বৈচিত্রতায় মনের আবেগ। কভু হিম শীতলতায় আচ্ছন্ন মিছে, উষ্ণতা বা অপার বর্ষণে চেয়েছি শুধু তারে...... শুন্য হৃদয় ঝঞ্ঝার ভয়, করিয়া কি করে আকুল পাথারে- পড়িয়া কি ভাবে, হওয়া আবহাওয়া? আদ্র-শীতলে যায়না এসে, ক্রন্দনরত হৃদয়ের, অশ্রু শুধুই, বাহিরে কিংবা ভেতরে। মন চেয়েছে শুধুই তাহারে।

পাইনি তোমাকে, দেখিনি খুঁজে, দুচোখ বুঁজে ভেবেছি শুধু, বৃষ্টিধারায় ভিজেছি একা, ডাকিনি তোমায় কাছে। সব করে মিছে, চলে গেছ তাই, বৃষ্টি ফুরিয়ে গেছে। কান্নার জল মেঘ হয়ে তাই, ঝরছে আকাশ বেয়ে.........। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।