ম্যালাদিন ধরে খেয়াল করছি আমার কাছে BINBIT থেকে ম্যাসেজ আসে, কিছুই মনে করিনি হয়তো কোন অফার হবে, আর যেহেতু আমার এই সেটটি মাল্টিমিডিয়া সেট না তো তাদের সেই ম্যাসেজ আমি পরতেও পারিনি, ইদানিং হটাত আমার গায়ে লাগতে শুরু করলো যখন দেখছি শালার ব্যালেন্স থাকেনা। মোবাইল রিচার্জ করলেই ম্যাসেজ আসা শুরু হয়। দিনে দুই তিনবারও ম্যাসেজ আসে!!! তো যাই হোক গুগল ভাইয়ের শরণাপন্ন হতেই আসল ঘটনা বের হয়ে এলো!!! জিপির সাথে এই পার্টির কোন একটা চুক্তি আছে, ইয়াহু আনসার এ কিছু পোলাপান লিখা রাখছে জিপির কাউরে পাইলে জুতা মারতে। আমিতো অবাক!!!! আমি এসবে না গিয়ে জিপির ওয়েবসাইটে গিয়ে তাদের মেইল করলাম আজ চারদিন হল, কোন রেসপন্স নাই, তো চিন্তা করলাম ১২১ এ আজ রিং করলাম, প্রথমে ধরল এক মেয়ে। শুনে বলল সরি স্যার আপনি যদি এই সার্ভিসটি অফ করতে চান আমি আপনাকে একটি এসএমএস পাঠিয়ে দিচ্ছি আপনি অফ করে দিতে পারবেন। জিপি থেকে যে নাম্বার দেয়া হল তা বন্ধ !!!! :O নাম্বার দুটো হল ০১৭৬৬৫৮১৪১৭ এবং ০১৬৮২৭১১৩৭১ :O জিপির সাথে এয়ারটেল নাম্বার !!!! যাই হোক আবার রিং করলাম, এবার ধরল এক পুলা শুনে বলতে লাগলো সরি স্যার এটা থার্ড পার্টির হাতে এতে আমাদের কিছু করার নেই!!! আপনাকে যে নাম্বার দেয়া হয়েছে তাতেই চেষ্টা করতে থাকুন!!! শুনে আমারতো আক্কেল গুরুম, আমি আর ডিটেইলে যাচ্ছিনা শেষে আমার প্রস্নবানে জর্জরিত পুলা ফোন দিলো কাইটটা, আমি আবার অবাক, জিপিতে কল কাঁটার নিয়ম নাই!!!! যত কিছুই হোক তাদের সার্ভিস দিতে হবে। যাই হোক আর বারাবারি না কইরা আমি দিলাম আমার এক দোস্তরে ফোন যে কিনা জিপিতে আছে,(ওরা আছে বলেই ওদের ডিস্টার্ব করতে হইব এই চিন্তা করেই জিপির কোন ফ্রেন্ডরেই প্রথমে রিং করি নাই) তারে কইলাম আমার ?? অফ কইরা দিতে, সে কইল আজ তো আমার অফ কাল কইরা দিমুনি। এই হইল অবস্থা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।