আমাদের কথা খুঁজে নিন

   

জয় পরীক্ষা! জয় সার্টিফিকেট!!!

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! এবার যখন শিক্ষানীতির কাজ শুরু হয় তখন আমি নানান জায়গায় খালি একটা দাবী করেছিলাম। পাবলিক পরীক্ষা যেন কমিয়ে দেওয়া হয়। পরে শুনলাম প্রাইমারি (অস্টম শ্রেণী) এবং দ্বাদশ এই দুইটা পাবলিক পরীক্ষা থাকবে। কিন্তু এখন চারটি পাবলিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এই দেশে ১২ বছরের শিক্ষা জীবনের মধ্যে।

ব্যাপারটা কোনভাবেই আমি মানতে পারি না। যাদের বলি তারা কেও পাত্তাও দেয় না। কয়েকদিন আগে তাই এই শিরোনামে একটা লেখা লিখেছি প্রথম আলোতে । সেখানে আমার যুক্তিগুলো তুলে ধরেছি। তবে, লেখা প্রকাশের পর একজন অভিভাবক প্রাথমিক সমাপনীর বাংলা সিলেবাস নিয়ে যা বলেছেন তাতে আমি হতবাক হয়েছি।

ওদের নাকি মাত্র ১৫টা করে গদ্য আর পদ্য আছে। প্রত্যকটাতে ১০টা করে প্রশ্ন আছে এবং এইগুলা সব (মাত্র ৩০০ প্রশ্ন) শিখে তাঁর মেয়েকে সমাপনী পরীক্ষায় যেতে হয়েছে। আমাদের দেশের শিক্ষা নিয়ে যা হয় সেটাকে তোগলকী বললে কম বলা হয়। কেমনে যে এটা ঠিক হবে কে জানে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।