আমাদের কথা খুঁজে নিন

   

অবসরে যাবেন ডেপ?

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সম্প্রতি ৫০ বছরে পা দিয়েছেন এই অভিনেতা। জীবনের এই সময়ে এসে অভিনয় ক্যারিয়ারের কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন না তিনি।

অভিনয়ের বদলে বরং বাগদত্ত অ্যাম্বার হার্ডের সঙ্গে নতুন করে সংসার গুছানোর পরিকল্পনা করছেন ডেপ।

সম্প্রতি রোলিং স্টোনস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেপ বলেন, “আমার মনে হয় না আগামী ১০ বছর আমি অভিনয় করতে পারব। এই মুহূর্তে মনে হচ্ছে, জীবনকে উপভোগ করার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত।

এমন কোথাও যেতে চাই, যেখানে আমাকে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে হবে না। ”

এ বছর মুক্তি পাবে ডেপের সিনেমা ‘ট্রান্সেনডেন্স’। এখানে ডেপকে দেখা যাবে একজন বিজ্ঞানীর চরিত্রে, যিনি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিভাইস তৈরি করেন।

সাইফাই ধাঁচের এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হবে সিনেমাটোগ্রাফার ওয়ালি পফিস্টারের। পফিস্টার এর আগে ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ এবং ‘ইনসেপশন’-এ সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।

 

‘ট্রান্সেনডেন্স’-এ ডেপের সঙ্গে অভিনয় করবেন মরগ্যান ফ্রিম্যান, রেবেকা হোল এবং কেইট মারা। সিনেমাটি মুক্তি পাবে ১৮ এপ্রিল।

আশির দশকের শুরু থেকে হলিউডে অভিনয় করছেন ডেপ। তখনকার জনপ্রিয় টিভি সিরিজ ‘টুয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট’-এ অভিনয় করে খ্যাতি পান তিনি।

এরপর তাকে দেখা গেছে ‘এডওয়ার্ড সিজরহ্যান্ডস’ (১৯৯০), ‘স্লিপি হলো’ (১৯৯৯), ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজ’-এর মতো সিনেমায়।

বরাবরই দর্শকপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। কিন্তু পুরস্কারের বেলায় এখন পর্যন্ত তার ভাগ্য সহায় হয়নি। ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজের জন্য তিনবার অস্কারের মনোনয়ন পাওয়ার পরও ট্রফি জিততে পারেননি ডেপ।

একই ঘটনা ঘটেছে বাফটা অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে। অন্যদিকে দর্শকের ভোটে অনুষ্ঠিত ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’এ তিনি পেয়েছেন ১২টি পুরস্কার।

  

প্রায় ত্রিশ বছরের ক্যারিয়ার থেকে এবার অব্যাহতি নিতে চাচ্ছেন ডেপ। জানা গেছে, নতুন কোনো সিনেমার চুক্তি সই করেননি তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।