আমাদের কথা খুঁজে নিন

   

মুততত এফ এম (সংগৃহীত)

আমি তেমনটি নই যেমনটি আমায় দেখায় রাত এগারটা বেজে উনষাট মিনিট উনষাট সেকেন্ড। শুরু হয়ে গেল সাপ্তাহিক মুতানুষ্ঠান "মুততত এফ এম" হন্টেড বাই এয়ারটেল। আমি আর্যে রাসেল আছি আপনাদের সাথে। শুরুতে কয়েকটা এস এম এস পড়ে নি। সোনাদিয়া থেকে সোনা মিয়া লিখেছেন, রাসেল বাই আজকের মুত এফ এম খুব্বি জোশ হচ্চে।

জোশের চোটে যাতে মুত বের না হয়ে যায় সেজন্য আমি বাথ্রুমের ভিতর ইংলিশ কমোডে বসে লাইট নিভিয়ে শুনছি। ভেড়ামারা থেকে সোনিয়া লিখেছেন, ...আমার খুব মুত পাচ্ছে। ওকে এবার আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম চাপাবাজ থুক্কু গেস্টের কাছে। আপনি একটু সামনে এসে আপনার নামটা বলবেন প্লিজ। -টকটক,ফুওও,হ্যালু লিসেনার্স আম ডিকস পম কিকএস।

-কিকএস মানে?আর আপনার নামটা তো বড়ই অদ্ভুত! -ইয়াপ আই হ্যাভ ইচ্ছা করেই নেম পাল্টাইছে ইউ নো বাপ মা আমার নেম রেখেছিল মোখলেস। হাউ আই ক্যান ডিল উইদ মোখলেস সো আই চ্যান্জড মা নেম। এন্ড কিকএস মিনস কিশোরগন্জের কলাপাড়ার এয়াকুব বিল্ডিংয়ের সাত নাম্বার বাসা থেকে। ইউ নো ইটস টাইম অফ শর্টিং। -ওকে এবার গটনা বলুন প্লিস।

-ইয়াহ্ ইয়াহ্। সো হোয়াট হ্যাপেন্ড গটনা দ্যা স্টোরি ইজ ছোটবেলা থেকে আই ওয়াজ সো স্কেয়ারড। ইভেন এমন ও হয়েছে ঘরে কেউ বড় করে বায়ু লেফট করলে আই পিইড মানে ছোট টা করে দিতাম। তো গটনাটা একচুয়ালি ঘটে মাই নানাবাড়িতে। মাই নানা ওয়াজ এ রিলেজিয়াস ওয়ান।

হি ওয়াজ এ ফ্যান অব জামাত এন্ড হি ইউসড টু ফলো গোয়াজম এন্ড নিজামীস। ওয়ান্স হি কট এ ভূত ইন দ্যা শেপ অফ এ মুরগী। দ্যা মুরগী রিমেন্ড উইদ হিম এন্ড নো বডি জানত না এবাউট দা ফ্যাক্ট। সো যেদিন আমার নানা মারা যাচ্ছিল হি ট্রাইড টু আমাদের সতর্ক করতে। তিনি মু মু করে শাউটেড।

ইউ নো ইনদা ভিলেজ বেশিরভাগ অশিক্ষিত। সো একজন বলে উঠল "মুত মুত,জান যাইবার আগে তিনি একবার মন ভইরা মুতবার চান" দ্যান সামওয়ান গেট হিম এবং মুতার জন্য তাকে ফোর্স করল। নো বডি নিউ দ্যাট মু দিয়ে তিনি আসলে মুরগী বুঝাতে চেয়েছিলেন। সো তারপরে ঘটল কি দু তিনদিন পর ইউ নো ডেড মেনস ঘরে প্রচুর মানুষ থাকে তাই আমাদের কয়েকজনের জন্য মাই ন্যানি কট দ্যা মুরগী এন্ড জবাই করে দিল। ঐদিন আমার খুব বেশি হাঙ্গার ফিল হওয়াতে আমি তাড়াতাড়ি খেতে বসি এন্ড আই এট এ মুরগীর রান।

খাওয়ার পর হতেই আমার বেলির মধ্যে আই ফিল্ড উইয়ার্ড সাউন্ড। মনে হল সামওয়ান্স দেয়ার। এস আই এম এ মেন আমার প্রেগনেন্ট হওয়ার তো কোন চান্স নাই। সো আই পাত্তা দিলাম না। দুইদিন পর খেয়াল হল ন্যাচার ইজ নট কলিং মি মানে প্রকৃতি আমাকে ডাকছে না আমি সাড়া দেয়ার প্রচুর চেষ্টা করলাম বাট ফেইলড।

সো ওয়ান ওঝা ওয়াস কল্ড। হি এক্সপ্লেনড সবকিছু এন্ড বলল যে আমার সেই মুরগীর কিছু শিট খেতে হবে। -হোয়াট?আপনি মুরগীর গু খেয়েছেন? -হেই ম্যান বিহেভ ইওরসেলফ। ইট ওয়াজ হলি শিট মানে পবিত্র গু! -আচ্ছা তারপর? -দ্যান আই এট দেট হলি শিট এন্ড স্যাট ফর রিলিজিং দ্যা হলি ওয়ান। দ্যা মুরগী কেম ফ্রম মাই ডিক এন্ড আই গট মুক্তি।

তারপর থেকে আমি নাম পাল্টে ডিকস রাখি। -সো এই ছিল আপনার ঘটনা। -জ্বী সো লিসেনার্স আমরা এবার একটা বিরতিতে যাচ্ছি ফিরে আসার আগ পর্যন্ত ডোন্ট স্টপ মুতামুতি। -মুতরাজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.