ঘড়ির কাঁটার মত টিক টিক করে সময় যখন সামনের দিকে এগিয়ে চলে, ঠিক সেরকম বদলে যেতে পারি না কেন
চলুন দেখে আসি একজোড়া চোখ আমাদের কি বার্তা দেয়।
পুরুষের চোখ দেখে মনের কথাটি বলে দিতে পারেন একজন নারী! সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত এক গবেষণায় প্রমাণসহ এ তথ্য দিয়েছেন বিশেষজ্ঞরা! অস্ট্রেলিয়ার সমুদ্র তীরবর্তী শহর পার্থে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক গিলান রোডসের নেতৃত্বে পরিচালিত ঐ গবেষণায় আরও আবিষ্কার করে, কোনো ধরনের অঙ্গভঙ্গি, মৌনতা বা চোখ দেখে পেটের কথা বলতে পারেন না এমন নারীদের সংখ্যা সীমিত। অর্থাৎ কূট কৌশল, প্রতারণা কিংবা ছল ধরতে পারা যেন নারীদের স্বাভাবিক ব্যাপার।
গবেষণাটির প্রতিবেদনে আরও বলা হয়, পুরুষটি স্বাভাবিক চেহারা ধরে রাখার চেষ্টা করলেও সেই অপরিচিত পুরুষের চেহারায় খানিকক্ষণ তাকিয়েই তার মনের কথা বলতে পারেন নারী, অন্তত বর্তমানে পুরুষটি কী বলতে চাইছেন অথবা কী করতে চাইছেন! একজন পুরুষ দেখতে কেমন, তার ভেতর-বাহির জানার প্রতি নারীদের বাড়তি আগ্রহ থেকেই তাদের এ সক্ষমতা! আর এটা বের করতে নারীকে কোনো ধরণের ছল বা আকর্ষণ করার পথও বেছে নিতে হয় না!
নারীদের মনের কথা বুঝতে ব্যর্থ অনেকেই। যুগের পর যুগ কতো পুরুষই চেষ্টা করছেন নারীর মন বুঝতে।
ধারণা করা হচ্ছে অবসান ঘটেছে পুরষদের এই ব্যর্থতা-যুগের। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নারীদের মনেরই এক প্রতিচ্ছবি তাদের চোখ। সময়ে সময়ে চোখই বলে দেয় একজন নারীর মন কি চায়। আর রোমান্সের ক্ষেত্রে তাতো আরো বেশি স্পষ্ট।
এক গবেষণায় দেখা গেছে, একজন পুরুষের সামনে একজন নারী মুখের বদলে চোখের ব্যবহারই বেশি করে থাকে।
এজন্য নারী-পুরুষের সম্পর্কের ক্ষেত্রে আই-কন্টাক্ট খুব জরুরি। একজন পুরুষের সঙ্গে আই-কন্টাক্ট হওয়ার পর একজন নারী কেন এবং কখন তার দৃষ্টি কোন দিকে নেয় তার মাধ্যমে তাদের মনের কথা বুঝা যায়। পাশাপাশি তাদের রোমান্স সম্পর্কে জানারও সবচেয়ে ভালো সুযোগ তাদের চোখ।
একজন নারী কোনো পুরুষের প্রেমে পড়লে সে তাৎক্ষণিকভাবে মেঝের দিকে দৃষ্টিপাত করে। এ সময় সে তার দৃষ্টি মেঝের ওপর ডান থেকে বামের দিকে নাড়াচাড়া করতে থাকে।
অথবা কোনো পুরুষের চোখে চোখ পড়ার পর কোনো নারী যদি তার দৃষ্টি পাশে ফিরিয়ে নেয় আবার জায়গায় নিয়ে আসে এবং এরকম চলতে থাকে তবে নিশ্চিত যে মেয়েটি পুরুষটিকে পছন্দ করেছে। তবে যদি পরবর্তি ৪৫ সেকেন্ডের মধ্যে নারীটি পুরুষের চোখের দিকে তাকিয়ে থাকে তবে বুঝতে হবে পুরুষটিকে পর্যবেক্ষণ করছে। আর যদি সরাসরি মাথার উপরের দিকে বার বার দৃষ্টি দেয় তবে পাণিপ্রার্থী পুরুষটির বারোটা বেজেছে বলেই ধরে নিতে হবে।
মনের অনুভূতিগুলোর সঙ্গে চোখের নিবিড় সম্পর্ক। তাই অতি প্রাচীনকাল থেকেই মানুষ তার মনের কথাগুলো শুধু মুখে না বলে কখনও কখনও চোখের ভাষাতেই প্রকাশ করত।
আর মনের গহিনে লুকিয়ে থাকা অজানা এসব শব্দকে চোখের ভাষায় আদান-প্রদানের মাঝে রয়েছে অনাবিল আনন্দ ও রোমান্টিকতার ছোঁয়া।
[সংকলিত পোস্ট]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।