আমাদের কথা খুঁজে নিন

   

খুশির সংবাদঃ বিজয় দিবস ডিজে পার্টি - Shake your body in the dance floor !!!!

সাধারন ব্লগার মুক্তিযুদ্ধ বিষয়ে আমি আসলেই একটু কম বুঝি । আমার অনেক বড় একটা দূর্বলতা। এই ব্লগে অনেকেই আছেন, যারা সম্ভবত বেশ ভালোই বোঝেন । আমার স্বল্পজ্ঞানে আমি মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করি, তাতে আমার মনে হয় আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বিজয়, আমাদের ৩০ লাখ প্রাণের বিসর্জন এমন কোন ফাৎরা জিনিস নয় যে তা "Shake your body in the dance floor" পদ্ধতিতে উদযাপন শুরু করতে হবে । এই পদ্ধতিতে বিজয় দিবস উদযাপন কবে থেকে শুরু হয়েছে জানি না, তবে আমার চোখে এই প্রথম পড়েছে ।

সম্ভবত পদ্ধতিটা এখনো ভ্রুণ অবস্থায় আছে । এই নষ্টামির ভ্রুণ যদি অঙ্কুরেই বিনষ্ট করা যায়, তাহলে ভবিষ্যতে হয়ত আমাদের এরচে নিচু মানের কিছু দেখতে হবে না । আমরা যুদ্ধাপরাধীর বিচার চাইছি, কারণ তারা আমাদের স্বাধীন চেতনার বিরোধী । এরা কিন্তু তার চেয়ে কোন অংশে কম নয় । বিস্তারিত ঃ ডিজে পার্টি তারা বিজয় দিবসটা কি সেটাও আসলে জানে না ।

ইভেন্টে লিখে রেখেছে - INDEPENDENT DAY SPECIAL (SUNDAY NIGHT) Burn the dance floor and MaKe It MoRe COOL!! ...___________ ছবি ছিলো এইটা- আমাদের প্রায় দুই লাখ মা-বোন তাদের স্বর্বস্ব বিসর্জন দিয়েছে বিজয়ের জন্য । সেটার সেলিব্রেশনের খুব ভাল নমুনা , কি বলেন !! বাঙালী কি তাহলে সত্যিই অকৃতজ্ঞ জাতি ???? ভাবতে ঘৃণা হয় ,এই জেনারেশনের অংশ আমিও । ছি ! ধিক তাদেরকে যারা ৩০ লক্ষ লাশের উপর নাচতে চায় । আশা করবো, আপনারা সবাই এখানে কিছু বলবেন। বিষয়টা ভার্চুয়ালি হোক, আর মাঠে থেকেই হোক, বন্ধ করাটা বাঞ্চনীয় (কপি পোস্ট) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।