শুরুতেই বলে রাখছি এই লেখাটি নতুনদের জন্য। যারা পুরান অর্থাৎ এডসেন্স, ওডেক্স, ফ্রিল্যান্সার কিংবা অন্যান্য সাইটে অলরেডি কাজ করেন তাদের জন্য নয়। অভিজ্ঞ ব্লগার ভাইরা আমার চেয়ে অভিজ্ঞ, কাজেই এখানে এসে সময় নষ্ট না করার জন্য অনুরোধ রইল।
অনলাইনে আয় করতে সবাই চায়। অন্তত সবাই চায় ইন্টারনেটে যখন এত সময় কাটাচ্ছি তখন এই ফাকে যদি কিছু এক্সট্রা ইনকাম করা যায় খারাপ কি?
অনলাইনে আয় করার সুযোগ কমবেশি সব ক্ষেত্রেই আছে।
যেমন, আপনার যদি একটি ব্লগ সাইট থাকে এবং সেখানে আপনি নিয়মিত ভাল ভাল কন্টেন্ট পোষ্ট করে আসছেন তাহলে আপনি গুগলের থেকে বিজ্ঞাপন নিতে এক্সট্রা কিছু আয় করতে পারেন। গুগলের এই সার্ভিসটিকে বলা হয় গুগল অ্যাডসেন্স। ত্রিভুজ ভাইয়ের ব্লগে গেলে বিস্তারিত জানতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার একটা ডোমেইন এবং হোষ্টি ব্যবস্থা থাকতে হবে। আগে ব্লগার থেকে ফ্রি ব্লগ বানালেই চলতো এখন গুগল দক্ষিণ এশিয়ার জন্য আলাদা ডোমেইন ছাড়া এডসেন্স একাউন্ট এপ্রুভ করে না।
আবার আপনার যদি নির্দিষ্ট স্কিল থাকে তাহলে ওডেক্স বা ফ্রিল্যান্সার এ সাইন আপ করতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। ডাটা এন্ট্রি থেকে শুরু করে প্রোগ্রামিং সকল ধরনের কাজ পাওয়া যায়।
তবে আমি আজ এমন এক ধরনের সাইটের কথা বলবো যেটা নতুনদের জন্য উপযোগী। এখানে বিজ্ঞাপন দেখার পাশাপাশি মিনিজব করার সুযোগ আছে।
এই সাইটটিতে সাইন আপ করতে এখানে ক্লিক করেন ।
এখন প্রশ্ন করতে পারেন, শুধুমাত্র বিজ্ঞাপন দেখে কি সত্যি টাকা পাওয়া যায়? প্রশ্নের উত্তর হলো, হ্যাঁ। তবে বেশির ভাগ পিটিসি সাইট-ই হলো স্ক্যাম। ঐ সাইটগুলোতে ওয়ার্কারদের পেমেন্ট দেবার আগেই সাইটগুলো বন্ধ হয়ে যায়। বাংলাদেশে স্কাইল্যান্সার পিটিসি এর নাম করে অনেক টাকা কামিয়ে নিয়ে গেছে।
মনে রাখবেন, অনলাইনে ইনকাম করার জন্য কখনো কোনো সাইটে সাইন আপ করার সময় যদি আপনার কাছে টাকা চায়, তাহলে বুঝতে হবে ঐ সাইটে কোনো গ্যাঞ্জাম আছে। নিওবাক্সে সাইন আপ করার জন্য কোনো টাকা দিতে হবে না। বরং আপনি ইনকাম করতে পারবেন। স্ট্যান্ডার্ড মেম্বার হিসেবে সাইন আপ করবেন ফ্রি। আমি গত দেড়মাস কাজ করে ২০.০১ ডলার জমা করেছিলাম, যা গতকাল আমার পাইজা (পূর্ব নাম ছিল এলার্টপে) একাউন্টে ট্রান্সফার করেছি।
পাইজা থেকে এখনো ব্যাংকে ট্রান্সফার করিনি।
নিওবাক্সে আপনি যে সুযোগগুলো পাবেন তা হলো:
* বিজ্ঞাপন দেখার মাধ্যমে আয়
* এ্যাড প্রাইজের মাধ্যমে আয়
* মিনি জব এর মাধ্যমে আয়
* রেফারেল এর মাধ্যমে আয়
* রেন্টেড রেফারেল এর মাধ্যমে আয়।
নিওবাক্সে সাইন আপ করতে এখানে ক্লিক করুন।
* বিজ্ঞাপন দেখার মাধ্যমে আয়
সরাসরি বিজ্ঞাপন দেখে আয় করা যায়। তবে বিজ্ঞাপন দেখে আয় এর পরিমানটা একটু কম।
এখানে আপনি প্রতিদিন ০.০২ থেকে ০.০৫ ডলার পর্যন্ত আয় করতে পারেন। কাজেই শুধু এই আয় দিয়ে চলবে না, আরো পথ বাড়াতে হবে।
* এ্যাড প্রাইজের মাধ্যমে আয়
প্রতিটি বিজ্ঞাপন দেখার পরই ৩টি করে এ্যাড প্রাইজ বিজ্ঞাপন দেখার সুযোগ পাবেন। অর্থাৎ ৩টি বিজ্ঞাপন এ্যাড প্রাইজের জন্য দেখার সুযোগ পাবেন। ভাগ্য ভাল হলে পেতে পারেন সর্বোচ্চ ৫০.০০ ডলার।
এমনকি পেয়ে যেতে পারেন এক বছরের জন্য গোল্ডেন মেম্বারশীপ, যার মূল্য ৯০ ডলার!
* মিনি জব এর মাধ্যমে আয়
"ওফার" ম্যানুর মধ্যে মিনি জব পাওয়া যাবে। এখান থেকে আপনি পেতে পারেন সর্বোচ্চ পরিমাণ আয়। বিভিন্ন রকমের মিনি জব থাকে এখানে। তবে কাজ গুলো খুব একটা কঠিন নয়। প্রতিটি মিনি জবের জন্য পেতে পারেন ০.০৩ থেকে ০.০৯ ডলার পর্যন্ত।
অর্থাৎ কেবলমাত্র মিনি জব করেই আপনি পেতে পারেন এক দিনে ১ ডলার। আরো আছে, ১ডলারের মিনি জবের জন্য আপনাকে ০.১২ ডলার বোনাস দেয়া হবে। অর্থাৎ ১ ডলার কাজ সম্পূর্ণ হলে আপনি পাবেন ১.১২ ডলার! এখানে উল্লেখ্য যে, মিনি জব যদি কম থাকে কিংবা না থাকে কিংবা ১টা / ২টা দেখাচ্ছে কিন্তু আপনি ক্লিক করার পর "ফিনিশড" দেখাচ্ছে তাহলে হতাশ হবেন না, কারণ মিনিজব গুলো খুবই রেগুলার আপডেট করে সেক্ষেত্রে কিছুক্ষণ পর পর চেষ্টা করতে হবে।
* রেফারেল এর মাধ্যমে আয়
রেফারেল বিষয়টা নিয়ে একটু বলি। রেফারেল হলো আপনার মাধ্যমে যদি অন্য কেউ এই সাইটে সাইন আপ করে বা যোগ দেয় তাহলে তার আয় এর মাধ্যমে আপনার একাউন্টেও কিছু কমিশন আসবে।
তবে এক্ষেত্রে উল্লেখ্য যে, যে নতুন সাইন আপ করলো তার কোনো টাকা কাটা যাবে না। কাজেই আপনি লাভ বান হবেন। তবে প্রাথমিক অবস্থায় নিওবাক্সে আপনার ডাইরেক্ট লিংক দিয়ে ডাইরেক্ট রেফারেল করতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে ১৫ দিন এবং কমপক্ষে ১০০টি বিজ্ঞাপন দেখতে হবে। সুতরাং সাইন আপ করেই যেন আপনার রেফারেল লিংকটি কাউকে দিয়ে না বসেন, অপেক্ষা করুন ১৫ দিন এবং কমপক্ষে ১০০টি ক্লিক করুন।
* রেন্টেড রেফারেল এর মাধ্যমে আয়
রেন্টেড রেফারেল- নামটা মধ্যেই নিশ্চয়ই এর কাজ বুঝতে পারছেন।
রেফারেল ভাড়া পাওয়া যায়। নিওবাক্স রেফারেল ভাড়া দেয়। সাধারণত যেসকল একাউন্ট এর কোনো রেফারেল থাকে না সেগুলোকে ভাড়া দেয়া হয় আপনার কাছে। প্রতিটি রেফারেল ভাড়া পেতে আপনারকে খরচ করতে হবে মাসে ০.২০ ডলার। আমি ভাড়ায় রেফারেল নিয়েছি ২০টি।
তবে এই বিশটি রেফারেল কিনতে কিন্তু আমি একটা পয়সাও পকেট থেকে খরচ করিনি। পুরাটাই নিওবাক্স এ আয় করে ওখানেই খরচ করেছি। তবে এখানে বলে রাখি যে, রেন্টেড রেফারেল নেয়ার জন্য আপনাকে ১৫ দিন অপেক্ষা করতে হবে না। যে কোনো সময় নিতে পারেন। আর একজন রেন্টেড রেফারেল থেকে আপনি প্রতিদিন ০.০২ ডলার পেতে পারেন কোনো কাজ না করেই।
অর্থাৎ ১০০ টা রেন্টেড রেফারেল থাকলে প্রতিদিন আপনার একাউন্টে জমা হবে ২ ডলার!!!
সতর্কতা:
* নিওবাক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কোনো অবস্থাতেই একটি কম্পিউটার থেকে একাধিক একাউন্ট খোলার চেষ্টা করবেন না, তাহলে দুইটি একাউন্টই সাসপেন্ড হয়ে যাবে।
* কখনো কোনো একাউন্ট সাসপেন্ড হয়ে গেলে আগের ই-মেইল এড্রেস ব্যবহার করবেন না, কারণ একাউন্ট সাসপেন্ড হলেও ডাটাবেস এ তথ্য থেকে যায়।
* প্রক্সি সাইট বা প্রক্সি সারভার ব্যবহার করবেন না।
* এবং অবশ্যই FAQ টা পড়বেন সময় নিয়ে।
*** এবং সর্বোপরি আপনার মধ্যে ধৈর্য্য থাকতে হবে।
প্রথম কয়েকদিন যদি অ্যাড দেখা ছাড়া অন্য কোনো মিনিজব না পাব সেক্ষেত্রে হতাশ হ্ওয়া যাবে না বরং ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে।
আশা করি আমার এ পোষ্টটা নতুনদের জন্য কাজে দেবে। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।