ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, ডেমরার সারুলিয়া পূর্ব হাজীনগরে ‘ইভা মঞ্জিল’ নামে ওই ভবনটি রোববারই পাশের ছয়তলা বিল্ডিংয়ের ওপর হেলে পড়তে শুরু করে।
রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং দুই ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।
ডেমরা থানার উপপরিদর্শক হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লোকজন সরিয়ে ভবন দুটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগও বিছিন্ন করে দেয়া হয়েছে।”
দুটি ভবনেই বাইরে থেকে তালা দিয়ে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে বলে এস আই হারুন জানান।
মাত্র তিন দিন আগে গত ৩১ মে রাজধানীর মগবাজার এলাকার দিলু রোডে নির্মাণাধীন একটি ১০ তলা ভবন হেলে পড়ে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
গত এপ্রিলে সাভারে একটি নয় তলা ভবন ধসে সহস্রাধিক মানযুষের মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।