বাঙলা কবিতা রহমান হেনরীর কবিতা ................................. ।। বাঘের মত আলো ।। .... .... মাঘ মাসের এক সন্ধ্যাবেলায় বাঘের মত আলো হেলতে দুলতে আসলো, এসে দুয়ারে দাঁড়ালো বাঘ আমাকে খেয়েছে সেই অনেক বছর আগে বাঘের আলো আর কি তেমন ভয়ের মত লাগে! মনের ভেতর উনোন আমার, বাঘের চোখে আগুন শীত কি পাগল, জেঁকে বসেবে? সামনে আছে ফাগুন; যেই বলেছি, বাঘ পালালো মাঘের বনে বনে লেজ-খসা সেই বাঘিনী কোন হলুদ বৃন্দাবনে? .... .... ।। রঙের ধারণা ।। .............. ইটের নির্মাণশৈলী বহুবার, আগেও দেখেছেন তাঁরা ঠিকঠাক খেয়াল করেননি এইসব ছনের চালা শত শত পলিথিন ঝুপড়ি কয়েকটা সেমিপাকা ঘর ভস্ম হয়ে গেলে এশিয়ার যেকোনও দেশেই হয়তো অর্থমন্ত্রীও লক্ষ করে থাকেন__ পুড়ে ভস্ম হলে কী সুন্দর লাল হয় অতিকৃষ্ণমাটি! ............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।