সীমার মাঝে অসীম, একেই বলে স্বাধীন প্রথম যে প্রেমের চিঠি পেয়েছিলাম----
J,
আমি তোমার জীবনে এক বিন্দু শিশির কণা হতে চাই না। সূর্যের রশ্নি পাবার আগেই আমি বিলিন হতে চাই না । বিশ্বাস কর আমি যেন অন্ধকারের ভিতর নিজেকে হারিয়ে ফেলেছি। যদি বিন্দু মাত্র বিশ্বাস করে থাকো তা হলে আমাকে মুক্ত বিহঙ্গের পথ দেখিও। সেদিন আমাকে রক্ষা করতে হাত ধরেছিলে, তুমি এমনিভাবে সারাজীবন আমাকে রক্ষা করতে পার না।
তুমিতো আমার বন্ধু । যদি পার বন্ধুকে নিজ হাতে হত্যা করো তা না হলে ভালোবেস। মন থেকে একটু ভালোবেস এর বেশি কিছু আমি চাইবোনা তোমার কাছে। আমি যেখানে যত দূরে থাকিনা কেন তুমি মনে রাখতে পারবেনা আমাকে? মোর প্রিয় ভুলোনা মোর স্মৃতি, ভুলনা মোর কথা। যদি পার ধরে রেখ ছোট্ট ময়না পাখিকে।
সে তোমার সাথে কইবে কথা, গাইবে গান। যানো বন্ধু তেমার দুটি জিনিস আমার খুব প্রিয়। এই দুটি জিনিস কাউকে কোনোদিন কোন অবস্হায় দিবে না। সেই দুটি জিনিস একান্ত আমার। আমি কাউকে দিতে রাজি নই।
তবে একজন ব্যাক্তি বাদে। কারন সেতো আমার অস্তিত্ব। আর কিছু বলবোনা।
J
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।