রাত্রি জুড়ে লুকিয়ে থাকে দুঃস্বপ্নেরা, দুঃশ্চিন্তা আর ভীতিরা!-প্রভাতের সোনালী আলো বয়ে আনুক সোনালী দিনের বার্তা....... এই সরকার তথা হাসিনা কথায় কথায় স্বজন হারানোর বেদনার কথা বলেন ।এবং আমরাও জানি স্বজন হারানোর ব্যাথা কত কষ্টের ।কিন্তু তখন ই হাসিনার কথা গুরেবালি হয় যখন তার মন্ত্রীপরিষদ বলে যেখানেই জামায়াত শিবির সেখানেই প্রতিরোধ ।ফলস্রুতিতে আমরা হয়েগেলাম লাশ ।এই যে যারা মারা যাচ্ছে তাদের কি পরিবার পরিজন নেই ?নাকি তারা মাটি ফেটে এই দুনিয়ায় এসেছে ?কিন্তু একটা কথা মনে রাখা উচিত যে লোকটা মারা গেল হোক সে দিনমজুর তবুও সে একজন মানুষ এবং বাংলাদেশের মানুষ ।সবার ই পরিবার পরিজন নিয়ে বাঁচার অধিকার আছে ।কিন্তু এই স্বাধীন দেশে কবে আমরা এই নিশ্চয়তাটুকু পাব ?নাকি আজীবন আমাদেরকে এই নষ্ট রাজনীতির বলির পাঠা হয়েই থাকতে হবে ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।