Primark এর সাথে সাথে জনপ্রিয় কানাডিয়ান সুপার মার্কেট Loblaws বাংলাদেশের সাভারে পোশাক কারখানা ধ্বসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাড়াবে বলে স্কাইনিউজ খবরে জানিয়েছে । Loblaws থেকে বলেছেঃ আমরা অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এবং তাদের ফ্যামিলি কে সাহায্য করবো এবং সাথে সাথে পরিবর্তন এবং প্রতিরোধ ব্যাবস্তা নিতে সাহায্য করবো যেন এধরনের ঘটনা ভবিয্যতে পুনারায় না ঘটে । খবরে আরও প্রকাশ যে বাংলাদেশি পোশাক তৈরিকারক প্রতিস্ঠান এর মালিকগন এর প্রতিনিধিরা গত সোমবার বড় বড় ৩০ টি পোশাক বিক্রেতা প্রতিস্ঠানের প্রতিনিধিদের সাথে মিটিং করেছে । বর্তমান পরিস্তিতিতে একটি প্রশ্ন সবাই চিন্তা করছে যে এই রকম পরিস্তিতিতে বাংলাদেশ থেকে তারা পোশাক আমদানি করবে কি না। তবে সোমবারের মিটিং এ পশ্চিমা পোশাক ব্যাবসায়িরা আপাতত বাংলাদেশের সাথে ব্যাবসা চালিয়ে যাবার অঙ্গীকার করেছে । তবে তারা সেফটি স্ট্যান্ডার্ড নিশ্চিত করার বাপারে সর্বউচ্চ অগ্রাধিকার দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।