আমাদের কথা খুঁজে নিন

   

আল বাইয়্যিনাত ও আল ইহসান পত্রিকার পৃষ্ঠপোষক রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব আসলে কে?

মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসান পত্রিকা দুটির নাম অনেকেই শুনেছেন। কিন্তু যিনি এই পত্রিকা দুটো চালান তার সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে। তিনি আসলে কে? কি উনার পরিচয়? কোথা থেকেই বা আসলেন? এ সম্পর্কে ব্লগে অনেকে অনেক কথাও লিখে থাকে। কারোটা হয়ত সত্যি, কারোটা হয়ত আবার পুরোপুরি মিথ্যা। আমি যতটুকু জানতে পেরেছি তার থেকে আপনাদের সাথে শেয়ার করছি।

---------------------------------------------- রাজারবাগ দরবার শরীফ শরীফটির অবস্থান ঢাকার মালিবাগ মোড় সংলগ্ন, ৫ আউর্টার সার্কুলার রোড। রাজারবাগ দরবার শরীফ মূলত ফুরফুরাহ সিলিসিলা থেকে আগত একটি সিলসিয়া । রাজারবাগ দরবার শরীফের পীর সাহেবের পীর সাহেব হচ্ছেন যাত্রাবাড়ী দরবার শরীফের পীর সাহেব হযরত আবুল খায়ের মুহম্মদ ওয়াজিহুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। উনার পীর সাহেব হচ্ছেন দুই জন হযরত নাজমুস সাদাত সিদ্দিকী ফুরফুরারি রহমতুল্লাহি আলাইহি এবং হযরত আব্দুল হাই সিদ্দিকী ফুরফুরারি রহমতুল্লাহি আলাইহি। উনারা দুইজনই ছিলেন ফুরফুরাহ দরবার শরীফের মূল পীর সাহেব হযরত আবু বরক সিদ্দিক ফুরফুরারি রহমতুল্লাহি আলাইহি উনার দুইজন সন্তান ও খলিফা।

রাজারবাগ দরবার শরীফের পীর সাহেবের পিতা হচ্ছেন আলহাজ্ব সাইয়্যিদ মুহম্মদ মুখলেসুর রহমান রহমতুল্লাহি আলাইহি। তিনি পেশায় রেলওয়ের প্রকৌশলী ছিলেন। তিনি সূফী ও বুজুর্গ ছিলেন। উনার পীর সাহেব ছিলেন হযরত আব্দুল হাই সিদ্দিকী ফুরফুরারি রহমতুল্লাহি আলাইহি। রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব হঠাৎ করে আগত কোন পীর সাহেব নন।

উনার পূর্ব পুরুষ সকলেই ছিলেন কামেল অলী, বুজুর্গ ও ছুফী । অনেকে ছিলেন পীর সাহেব। যাদের মাজার শরীফ নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার প্রভাকরদী ও সোনারগায়ে অবস্থিত। পুরাতন ঐ মাজার শরীফের গেটে এই বুজুর্গগণের বংশ পরম্পরা স্পষ্ট করে সম্পূর্ণ লেখা রয়েছে। মূলত এই বংশটির উৎপত্তি ছিল মদীনা শরীফ থেকে।

হযরত মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহি আলাইহি যখন দ্বীন ইসলাম প্রচারের উদ্দেশ্যে পবিত্র মদীনা শরীফ থেকে ভারত উপমহাদেশের আজমীর শরীফে আসেন তখন উনার সাথে আরো ৪০ জন বুজুর্গ ইসলাম প্রচারক এসেছিলেন। এই ৪০ জনের এক জন হচ্ছেন, হযরত সাইয়্যিদ আবু বরক মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি। তিনি নবীজির বংশধর (হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বংশধর) ছিলেন। হযরত সাইয়্যিদ আবু বকর মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি-এর পরপুরুষগণ দ্বীন প্রচারের উদ্দেশ্যে ভারতের দিল্লী, দিল্লী থেকে কলকাতা, কলকাতা থেকে চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জের সোনারগা, সোনারগা থেকে প্রভাকরদী গ্রামে আসেন। প্রচলিত আছে, এই বুজুর্গগণ চট্ট্রগ্রাম থেকে সোনারগায়ে নদী পথে পাথরের উপরে ভেসে এসেছিলেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।