আমাদের কথা খুঁজে নিন

   

তাইওয়ানের সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যার চেষ্টা

সোমবার এক বিবৃতিতে জানানো হয়, রোববার রাতে তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।
সাবেক প্রেসিডেন্ট চেন দুর্নীতির দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে তার এই দণ্ড চীনবিরোধী কঠোর অবস্থানের কারণে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বরাবরই দাবি করে আসছেন তিনি।
দুর্নীতির কথিত অভিযোগে কারাদণ্ডের প্রতিবাদে তিনি আত্মাহুতির চেষ্টা চালান বলে বিবৃতিতে বলা হয়। তবে এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।


অবশ্য এরফলে তার শরীরিক পরীক্ষায় গুরুতর অস্বাভাবিকা ধরা পড়েনি বলেও বিবৃতিতে যোগ করা হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, কারা কর্তৃপক্ষ চেনের জন্য একজন মনোবিশেষজ্ঞের ব্যবস্থা করেছে। বর্তমানে তার মানসিক অবস্থার ক্রমোন্নতি হচ্ছে।
২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত চেন তাইওয়ানের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতার জন্য সোচ্চার ছিলেন।

আর এ কারণে চীন তার ওপর ক্ষিপ্ত।
চীন তাইওয়ানকে তাদের পক্ষত্যাগকারী প্রদেশ বলে বিবেচনা করে। যেকোনোমূল্যে, প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে তারা তাইওয়ানকে নিজেদের অধীনস্ত করে রাখার পক্ষপাতী।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।