আমাদের কথা খুঁজে নিন

   

কথপোকথনের এই অংশ দেইখা বুঝলাম- ছাগলের আইনজীবি তো ছাগলেই হবে ।

Student : B.Sc in EEE ছাগলের আইনজীবির দ্বায়িত্ব হল আদালতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পেশ কইরা ছাগলরে নির্দোষ প্রমান করা । অথচ ছাগলের আইনজীবির সেই কাজ না কইরা আদালতে কি তথ্য-উপাত্ত পেশ করছে, তা বিচারক নিয়ামূল -জিয়ার কথপোকথনের এই অংশ থেকে দেখুনঃ ছবিটির শেষের তিনটি লাইন বিশেষ খেয়াল ক্ইরাঃঃঃঃ "আহমদ জিয়াউদ্দিন : না এইটা কিন্তু আরেকটা... ওই যে গোলাম আযমেরটা আমরা দেখতেছি আর কি। এবং আমাদের কাছে, আমি তো নিজেই একটু চমকে আছি আর কি। তারা যে কাগজপত্র ডকুমেন্টস যেটা দিয়েছে, এখন পর্যন্ত তো এভিডেন্সের প্রশ্ন আসে নাই, যেসব ডকুমেন্টস দিয়েছে তারা এবাং কম ডকুমেন্টস দেয় নাই কিন্তু। নিজামুল হক নাসিম : হ্যাঁ...।

আহমদ জিয়াউদ্দিন : ঠিক আছে। সেটাও তারা আবার দিয়েছে। আচ্ছা ভালো কথা, দিল। আর বাকি যেগুলো দিয়েছে, সেগুলোর যে উদ্দেশ্যটা কি আর কি, সেখান থেকে তাদের স্ট্র্যাটেজিটা কি যে ডিফেন্সের স্ট্র্যাটেজিটা কী? তারা কী জিনিস প্রমাণ করতে চাচ্ছে, সেটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এবং কেন তারা শুধু কাগজপত্র দিয়ে এটাকে ভলিউমস বানাইয়া রাখছে।

কিন্তু যেখান থেকে তার কালপাবিলিটির কোনো ইয়ে নাই, কোনে নেগেট করতেছে না। কোনো একটা সিঙ্গেল আর্টিক্যালও নাই ,যেখানে বলা আছে যে, সে এটা করে নাই, ইভেন সে জড়িত ছিল না। তার রেসপনসিবল ছিল না। এই টাইপের কিন্তু কোনো কিছুই নাই। " অর্থাৎ ছাগলের আইনজীবি ছাগলরে নির্দোষ প্রমানের উদ্দেশ্যে আদালতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পেশ না কইরা উল্টা অপ্রয়োজনীয় বা*-ছাল তথ্য-উপাত্ত পেশ করছে সূত্র আমার দেশ , এইখানে ক্লিকান  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।