প্রযুক্তির কল্যাণে আজ মোবাইল ফোনে এর ব্যবহার এমন চরম শিখরে পৌঁছিয়েছে যে আজ তা শুধু কথা বলার জন্যে ব্যবহার এর মধ্যে সীমাবদ্ধ না। বাজারে Smartphone এর
আগমন মানুষের জীবন যাত্রায় ফেলেছে এক দারুণ প্রভাব...
Smartphone এর দারুণ সব অ্যাপ্লিকেশান আর Games মানুষের বিনোদন জগতে যোগ করেছে এক নতুন মাত্রা। Angry Bird, Fruit Ninja, Talking Tom, Temple Run ইত্যাদি অ্যাপ্লিকেশান এখন ফোন এ না থাকা মানে বর্তমান সভ্যতা থেকে এক ধাপ পিছিয়ে পরা হয়ে দাঁড়িয়েছে...
এসব অ্যাপ্লিকেশান এর জনপ্রিয়তা যেমন দিনে দিনে বেরে চলেছে,তেমনি এসব অ্যাপ্লিকেশান সরবরাহকারী প্রতিষ্ঠান গুলো প্রতিযোগিতায় নেমেছে অ্যাপ্লিকেশান ডেভেলপার এর খোজে। এজন্য বর্তমান বিশ্বে অ্যাপ্লিকেশান Developer চাহিদা হয়ে পরছে আকাশচুম্বী। বাংলাদেশ এ এর ব্যতিক্রম হচ্ছে না।
Ethics Advanced technology Limited নামক একটি শীর্ষ অ্যাপ্লিকেশান সরবরাহকারী প্রতিষ্ঠান আয়োজন করছে একটি প্রতিযোগিতা,যেখানে প্রতিযোগিতায় নামবে বাংলাদেশ এর প্রতিভাবান অ্যাপ্লিকেশান ডেভেলপার রা। প্রতিযোগিতা তি বিষয় হচ্ছে সেসব প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহ জোগানো যারা Android এবং Java Application Development এর উপর কাজ করে চলেছে। জনপ্রিয় হতে যাওয়া এই প্রতিযোগিতা তি নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গুলর শিক্ষার্থীদের মধ্যে...
“Join & Win Half of a Million” স্লোগান সম্বলিত এই প্রতিযোগিতা এর প্রস্তুতি ইতোমধ্যে জায়গা দখল করে নিয়েছে এসব বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নোটিশ বোর্ড এ।
প্রতিযোগিতা টি তে অংশ নিতে যাওয়া প্রতিযোগীদের সুবিধার্থে “North South University” এর “Wireless Forum” নামক প্রযুক্তি নির্ভর ক্লাব তি আয়োজন করছে Android এবং Java Application Development এর উপর একটি সেমিনার,যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত অ্যাপ্লিকেশান ডেভেলপাররা। সেমিনারটি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ তায় North South University তে।
উল্লেখ্য যে, সেমিনারটির মাধ্যম উন্মথিত করা হবে এই প্রতিযোগিতা আর পর্দা।
প্রতিযোগিতা টিতে অংশ নিতে পারবেন যে কেউ, সর্বাধিক ৪ জনের গ্রুপ এমনকি এজন্য নতুন প্রতিষ্ঠান যাদের প্রতিষ্ঠার এক বছর এখন পূর্ণ হয়নি...
এই প্রতিযোগিতা এ অংশ নিতে যাওয়া প্রতিযোগীদের মধ্যে সেরা ১০ প্রতিযোগী পাচ্ছেন একটি করে Smartphone এবং Ethics Advanced technology Limited এ অ্যাপ্লিকেশান ডেভেলপার হিশেবে সুনিশ্চিত চাকুরী এর সুযোগ।
1. প্রতিযোগিতা প্রথম পুরষ্কার হিসেবে আছে ৫ লক্ষ টাকা,
2. দ্বিতীয় পুরষ্কার থাকছে ২ লক্ষ টাকা
3. তৃতীয় পুরষ্কার থাকছে এক লক্ষ টাকা।
আশা করা হচ্ছে প্রতিযোগিতা এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু উদ্ভাবনের উন্মাদনা আরও বেরে যাবে যা কিনা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে নতুন এক পরিচয় দিতে সক্ষম হবে...
প্রতিযোগিতা এর নিয়মাবলী এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে Visit করুন
Click This Link
এবং বিনা মূল্যে রেজিস্ট্রেশন করতে Visit করুন
http://www.eatlapps.com/talent_search
Hotline :: 01967163977 / 01966550877
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।