"অতি অপরিচিত " বাহিরে প্রবলবেগে হরতাল চলছে , আপনি হয়তো ভাবছেন এই হরতালে আপনার ভূমিকাটা কি ? সামনে আরও হরতাল আসছে। কাজেই আসুন জেনে নেই হরতালে আপনার ভূমিকা কি হওয়া উচিৎ ?
এইটা তো জানা কথা , আপনি হয় হরতালের বিরুদ্ধে অথবা হরতালের পক্ষে । তবে পক্ষ , বিপক্ষ যাই হোক না কেন , হরতাল কিন্তু বেশ একটা ছুটির আমেজ এনে দেয় । কাজেই আপনি যে দলেই হোন না কেন , হরতালকে স্বাগত জানান । অবশ্যই মনে মনে স্বাগত জানাবেন ।
না হলে আপনাকে বিরোধী দলের লোক বলে ভেবে ফেলার যথেষ্ট সুযোগ রয়েছে ।
হরতাল যেহেতু অখণ্ড অবসর এনে দেয় , কাজেই ধরে নিলাম আপনি সারাদিন ফ্রি , বেকার বসে আছেন আর ভেবে পাচ্ছেন না , আপনার কি করা উচিৎ । আপানাকে বিনোদিত করার জন্য বাংলাদেশে অনেকগুলো সংবাদ চ্যানেল হরতালে ইতোমধ্যে অনেক দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে । আপনি টিভি খুললেই দেখতে পাবেন , দেশের নানা জায়াগায় মাইক হাতে রিপোর্টাররা দাঁড়িয়ে রয়েছে ।
তারা বেশ সিরিয়াস ভঙ্গি নিয়ে পরিস্থিতি বলে যাবে ।
তবে সব জায়গার পরিস্থিতি মোটামুটি এক । আপনি অবসরে বিভিন্ন চ্যানেল চ্যানেলে ঘুরবেন আর মিলিয়ে দেখবেন , সবার কথাগুলো কতটুকু মিলছে আর কতটুকু মিলছে না । দেখবেন হু হু করে সময় কেটে যাচ্ছে । অতি অবশ্যই পল্টনে বিএনপি কার্যালয় অবরুদ্ধ দেখতে পাবেন । ক্যামেরার সামনে পুলিশ দাঁড়িয়ে অতি ভারিক্কি চালে কথা বলা শুরু করবে , যা দেখে আপনি না হেসে পারবেন না ।
আর ধাওয়া পাল্টা ধাওয়ার ব্যপার তো আছেই । আপনার যদি গা গরম করতে ইচ্ছা হয় , তাইলে হাতে একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ুন ( ইয়াশিকা ক্যামেরা অবশ্যই নিবেন না । ক্যামেরা ডিএসএলআর হওয়া বাঞ্ছনীয় )। এই তো আপনি সাংবাদিক হয়ে গেলেন । এখন একবার পিকেটারদের সাথে দৌড়ান , আরেকবার পুলিশের সাথে ।
আপনাকে কেউ কিছুই বলবে না । তবে সাবধান , মাঝে মাঝে পুলিশ আর পিকেটারদের ছবি তুলতে ভুলবেন না । না হলে হাসপাতালে হরতাল উদযাপনের সমূহ সম্ভাবনা রয়েছে ।
আর আপনি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে বাসা থেকে বের হবেন না , তাহলেও আপনার জন্য ছুটি কাটানো কষ্টকর হবে না । কিছুক্ষণ পর পরই দেখবেন আপনার বাসার সামনে দিয়ে জ্বালো জ্বালো , আগুন জ্বালো , একশান একশান , ডাইরেক্ট একশান বলতে বলতে মিছিল যাবে ।
আপনার দায়িত্ব হচ্ছে , এই মিছিলটা বড় নাকি , আগের মিছিলটা বেশি বড় ছিল এটা নিয়ে একটা ছোট খাটো রিসার্চ করে ফেলা ।
মিছিল টিছিল দেখা শেষ হয়ে গেলে , একটা মুভি দেখে ফেলতে পারেন । যদি মুভি দেখাও হয়ে যায় একটু ফেবু গুঁতিয়ে আসতে পারেন । যদি ফেবু গুঁতানোর পরেও আপনার হাতে যথেষ্ট টাইম থাকে , তাহলে আমার মত হরতাল নিয়ে এরকম একটা জ্বালাময়ী লেখা লিখে ফেলতে পারেন ।
আপনার হরতাল শুভ হোক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।