জামাত-শিবির দূরে গিয়া মর!
কয়েকটা স্বপ্ন আছে, জানি না পূরন হবে কিনা।
১) ডিএসএলআরঃ
আগে থেকেই স্বপ্ন ছিল, এখনও আছে। ক্লিক ক্লিক করে খালি ছবি তুলব। কিন্তু কিসের ছবি তুলব ঠিক করতে না পারায় কেনা হচ্ছে না। আসলে টাকা নাই কইতে লজ্জা লাগে
২) আই প্যাডঃ
আইপ্যড অনেক ভাল্লাগে।
বাট আপেল আমার অপছন্দের ফল। তাই কিনছি না
৩) আই ফোনঃ
সেই একই ব্যাপার। আইফোন ভাল্লাগে বাট আপেলেই সর্বনাশ করে দিল
৪) বাইইইইইইইইইইইইইকঃ
ইয়ামাহারে ভালা পাই, কিন্তু আমি দেশী পন্যরে সাপোর্ট করি। তাই ওয়ালটন যেদিন এইটা বানাইবে.....
৫) গাড়িইইইইইইইইইইইইইইইইইইইইইইঃ
গাড়ী গুলা অনেক দামী। আগে বাংলাদেশের রাস্তা ঠিক হোক তারপর কিনুমনে
৬) বাড়িঃ
নিরিবিলি কোন জায়গায় একটা ছোট বাড়ি যদি বানাতি পারতাম।
আহ! তবে বাংলাদেশে নিরিবিলি জায়গা কই
৭) বউঃ
এত কিছু হয়ে গেলে বউ তো লাগেই।
কি বল্লেন? আমি কারে বিয়া করুম? আরে ভাই বড় ভাই যেমতে করছে আমিও সেমতে.... মানে সাকিব ভাইয়ের মত আমিও আমিরিকান মাইয়া বিয়ারুম।
আমিরিকায় কোন বাংলাদেশী ব্লগার থাকলে আমার জন্য একটু বউ খুইজা দিয়েন।
মাইয়ার চেহারা এমন হইতে হইবো। বাট খোদার কসম স্বভাব এরাম হইলে আমি শ্যাষ......
---------------------------------------------------------------------------
এতক্ষন যাগো এই ফাউল পোষ্ট পইড়া মাথা ব্যাথা হয়া গেছে, তারা এই গেম (বো-ম্যান২) নামায়া নেন।
মাত্র ১০১ কেবি। ফ্লাশ গেম (.swf)। ব্রাউজার বা কেএম প্লেয়ার দিয়ে ওপেন কইরা খেলেন। তীরন্দাজ হইয়া যান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।