এক আর একে দুই যে সত্য, শুধুই তোমার আশেপাশে!! বলতে পার না যে সত্য সৃষ্টির সবখানে!!! সমূদ্রের গভীর থেকে সূর্য উঠে আসছে। ভোরে এটি আবার ডুবে গেলো সমূদ্রের বুকে। আকাশটা হয়ে উঠলো গ্রাম্য বধুর লাজুক গালের মতো লাল। একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ কুয়াকাটা ছাড়া আর কোথায় দেখতে পাবেন? বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকতের বালুতে নাম লেখার আনন্দ আর কোথায় পাবেন? কচ্ছপের খোলের মতো ভেসে থাকা ‘নারিকেল জিন্জিরা’ সেন্ট মার্টিন, মহেশখালীর মানুষের সাহসী জীবনযাত্রা, কুতুবুদিয়া, সোনাদিয়া বা নিঝুম দ্বীপের চোখ জুড়ানো সৌন্দর্য্যে কি টিভি বা মনিটরের স্ক্রীনে দেখে মন ভরে? রয়েল বেঙ্গল টাইগারের রাজ্য, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন কি আপনার অদেখাই থেকে যাবে? পাহাড়পুর বুদ্ধবিহার, কুমিল্লার শালবনবিহার, বাগেরহাটের সাতগুম্বুজ মসজিদ, সিলেটে হযরত শাহজালাল র: এর মাজার, রাঙ্গামাটির কাপ্তাই লেক, শুভলং ঝর্না, এসবই কি শুধু আপনার কল্পনার জগতেই থেকে যাবে? ইট-কাঠের এই জঙ্গলের একঘেয়ে জীবনের কিছুটা সময় বের করে ছুটতে চাইছেন বগা লেকের নি:শব্দতায় নিজেকে ডুবিয়ে দিতে কিংবা পাহাড়ি রাস্তার রোমাঞ্চকর ভ্রমনে, কিন্তু কিভাবে কার মাধ্যমে যাবেন বুঝতে পারছেন না? এখানে ক্লিক করে অনলাইন ঢাকা গাইড থেকে জেনে নিন বিভিন্ন ট্যুর অপারেটরদের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে। ঢাকা সম্পর্কে অন্য যেকোন তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েব সাইট http://www.online-dhaka.com. অনলাইন ঢাকা গাইড- ঢাকাকে জানুন, নিজ ভাষায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।