স্বাধীনভাবে কথা বলতে চাই।
আমার প্রিয় রাজনীতিবিদ ভাইয়েরা কেমন আছেন আপনারা ? কি অবাক হচ্ছেন তো হঠাৎ করেই হাল হকিকত জিজ্ঞাসা করছি কেন? আসলে কিছুইনা হঠাৎ করে মনে হল আমাদের মত সাধারন দেশবাশির কারনেই আপনারা খুব যন্ত্রণার মাঝে আছেন। আপনাদের আচার আচরনে তাই তো মনে হয়। যেই কারনে আপনারা আমাদের ভাল করতে চান না। আমাদের এলাকাতে কোন উন্নয়ন করেননা, কারো খোঁজ খবর রাখার তো প্রয়োজন মনেই করেননা।
তবে এতে আপনাদের দোষটাই বা কোথায়?? আপনারা তো আর জোর করে রাজনীতিতে আসেননি, আমরা আপনাকে বাধ্য করেছি আসতে। আপনাদেরকে সুযোগ করে দিয়েছি ফাঁকা মাঠে গোল দেয়ার। আমরা শিক্ষিত গাধারা বসে বসে শুধু আপনাদের মত পরম পূজনীয় মানুষদের শুধু গালি গালাজ করে যাই আর রাজনীতির গুষ্টি উদ্ধার করি, কিন্তু কাজের বেলায় আমরা নিজেরাই ফক্কা। যার জন্য আপনারা বুঝে গেছেন যে এইসব অকর্মাদেরকে দিয়ে আর যাই হোক কোন কিছু আশা করা যায়না। তাই আপনারাও সেই “তাঁতির বাড়ি ব্যাং এর বাসা কোলা ব্যাং এর ছা, খায় দায় গান গায় তাইরে নাইরে না” অবস্থায় আছেন।
আমরা আজ নিষ্কর্মা বলেই আপনারা টক-শো তে এসে যাচ্ছে তাই ভাষায় একে অপরকে গালি গালাজ করেন, জাতীয় নেতাদের নিয়ে অশ্রাব্য ভাষায় মন্তব্য করেন। নিজে তেমন লেখা পড়া করা না থাকলেও নিজেকে খুব জ্ঞানী মনে করেন। এর মানে আমার কাছে যেটা মনে হয় আপনারা আসলে আমাদেরকে নিয়ে হাসছেন আর আমাদের মুখে থুথু দিচ্ছেন আর ভাবছেন ছাগলগুলো কিছুই করতে পারবেনা। আসলেই আমরা কিছুই করতে পারিনা।
আপনারা আজকে বিশ্বজিৎ এর মত আরও অনেক হত্যাকাণ্ডকে কোন আমলে নেননা, দেশের পদ্মা সেতু হচ্ছেনা সেইটা নিয়ে ভাবেননা, কত লোক দরিদ্র সীমার নিচে আছে সেইটা নিয়ে ভাবেননা, দেশের ভাবমূর্তি নিয়ে ভাবেননা, অর্থনীতি নিয়ে ভাবেননা, মোদ্দা কথা কি নিয়ে যে ভাবেন তাই তো জানিনা।
শুধু জানি যে নিজের ভাল মন্দ টা ঠিকই চিন্তা করেন। করবেননা কেন??? আমি বা আমরা কি কখনও নিজেদের খারাপ চিন্তা করি??? করিনা, তাহলে আপনিই বা করবেন কেন?? আপনিও তো আমাদের মত মানুষ, তাই না ??? শুধু শুধু আপনাকে নিয়ে আমরা খারাপ খারাপ কথা বলি, দোষ টা আমাদেরই। আসলে আপনারা মনে হয় অতিমানব, তাই আমাদের এত সমালোচনা সত্ত্বেও আমাদের কে রাস্তায় টেনে এনে রড, রামদা, লাঠি, চাপাতি দিয়ে কুপিয়ে মারেননা। তাই আমরা এখনও আমাদের পরিবার নিয়ে সময় কাটাতে পারছি, ঘুরতে যেতে পারছি। আপনাদের অসীম দয়া।
প্লীজ আমাদের এরকমই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবসময় এবং এভাবে আমাদের শান্তিতে রাখবেন। ভাল থাকবেন প্লীজ। আর আমি এক কাজ করি বসে বসে নিজের গালে জুতা মারি, যেন নিজেকে আগে দোষ না দিয়ে আপনাকে যেন দোষ না দেই।
লেখকঃ দোষী এবং অপরাধী মোঃ মাসুম বিল্লাহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।