অবাক পৃথিবী! অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি। মাদাম তুসোর মোমের প্রতিমুর্তির জাদুঘরই সর্ব প্রথম এই উদ্দ্যগ নেয়। বিখ্যাত মানুষ ও সেলিব্রেটিদের মোমের পুতুল বানিয়ে হলেও জীবিত রাখা। এগুলো আসলে সবই মোমের পুতুল । বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত শহরগুলোতে আছে মাদাম তুসোর এই জাদুঘর।
এছারাও অনেক দেশেই মোমের প্রতিমুর্তির জাদুঘর তৈরি হচ্ছে।
মিলিয়ে দেখুন তো চিনতে পারেন কিনা। সবাইকেই চেনেন, তবুও আরেকবার ভালো করে দেখে নিতে পারেন, বাস্তবে তারা আসলে দেখতে কেমন ছিল।
এরিস্টটল
বিশ্ব বিজয়ী আলেকজান্ডার গ্রেড এর গুরু এরিস্টটল একজন গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক। দার্শন,রাজনীতি, অধিবিদ্যা, বিজ্ঞান, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা......(আরও কি কি যে আল্লামালুম) এসব ক্ষেত্রে তার বিশেষ পান্ডিত্বের ছাপ আমরা পেয়েছি।
সক্রেটিস
প্রাচীন গ্রিক দার্শনিক। রাস্তায় তার সামনে যাকে পেতেন তাকেই ধরে ধরে ফ্রি ল্যন্সিং দর্শন শিখানো শুরু করতেন। এতই জনপ্রিও হয়েছিলেন যে তৎকালীন শাসকদের তাঁকে বিষ পানে মৃত্যুদন্ড দেয়া।
তাঁকে কিছু দার্শনিক উক্তি
∞ পোষাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান।
∞ নিজেকে জান।
∞ তারা জানে না যে তারা জানে না, আমি জানি যে আমি কিছু জানি না।
নেপোলিয়ন
জুলিয়াস সিজার
আলবার্ট আইনস্টাইন
ছোট বেলায় অংক আর পদার্থ বিজ্ঞানে নাকি খুবই দুর্বল ছিল কিন্তু পরে বড় হয়ে তার উপর কি ভড় করল কেউ জানলে আমকেও একটু জানায়েন। যাই হোক ইনিকেই ধরা হয় বিংশ শতাব্দীর সব চেয়ে মেধাবী মানুষ।
আইজাক নিউটন
বিশিষ্ট আপেল গবেষক। তেনার নাম এখন শুনেন নাই এমন কেউ আশা করি এই ব্লগে নাই।
ক্যালকুলাস আবিষ্কার নিয়া তার সাথে লাইবনিজ সাহেবের গল্প জানেন তো। কে ক্যালকুলাস আবিষ্কার করল লাইবনিজ নাকি নিউটন? এটা নিয়া তো তুমুল ঝগড়া। শেষে তদন্ত কমিটি হল। তদন্ত হল। তদন্তে নিউটন বিজয়ী।
তদন্ত কমিটির প্রধান কে ছিল জানেন?? সয়ং নিউটন।
চার্লস ডারউইন
জী ইনিই সেই ডারউইন সাহেব যার কাছে বান্দর সমাজ আজ চির কৃতজ্ঞ । তার একক চেষ্টাতেই আমরা আজ বান্দরের বংশদর বলে প্রমাণিত। আসলে আমিও মাঝে মাধ্যে বান্দর আর মানুষের মধ্যে অনেক মিল খুইজা পাই।
লিওনার্দো দা ভিঞ্চি
ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।
মোনা লিসা আসলে কে তারে জিজ্ঞাস করতে পারেন।
পাবলো পিকাসো
ভিনসেন্ট ভ্যান গখ
চিত্রশিল্পী ভ্যান গখ আজীবনে মনেহয় তার নিজ চেহারা খানের বেশী ছবি আঁকছেন!!!! নিজেকে নিয়া কত গবেষণা।
মোৎসার্ট
মোৎসার্ট তার ৩৭ বছরের জীবনে সঙ্গীত ও সুরের ইতিহাসে যা করে গেছে Amadeus (1984) মুভিটায় কিছুটা দেখতে পারেন।
লুডভিগ ফান বেটোফেন
সর্বকালের শ্রেষ্ঠ সুরকারদের একজন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি নাকি জন্ম থেকেই কানে শুনত না। আহারে বেটোফেন যে কি তৈরি করেছেন নিজেই জানেন না।
উইলিয়াম শেকসপিয়র
একজন ইংরেজ কবি ও নাট্যকার। ইংল্যান্ডের "জাতীয় কবি”। কিন্তু আসল শেকসপিয়র কি ইনিই? শেকসপিয়র কি রিয়েল না ফেইক এনিয়ে আজও দুয়াশা।
কার্ল হাইনরিশ মার্ক্স
কার্ল মার্ক্স, মার্ক্সবাদের প্রবক্তা।
অ্যানা ফ্র্যাংক
“অ্যানা ফ্র্যাংকের ডাইরি” নিশ্চই অনেক পড়েছেন।
বিশ্বের অন্যতম সর্বাধিক পঠিত বই, এবং এর উপর অনেক চলচ্চিত্র এবং নাটকও হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্বের একটি দলিল হিসাবেও একে স্বকৃতী দেওয়া হয়েছে।
মোহনদাস করমচাঁদ গান্ধী
মিঃ অহিংস। তার উপর নির্মিত বায়গ্রাফি মুভি Gandhi (1982) অনেক ভালো লেগেছিল।
চে গুয়েভারা
মোটরসাইকেলে করে আর্জেন্তিনা থেকে বেরিয়ে ছিলেন দক্ষিন আমেরিকা ভ্রমনে।
আর এর পর তো বিশ্বের মুক্তির প্রতীক হয়ে গেলেন। যাদের মোটরসাইকেল আছে তারা একটা ট্রাই মারতে পারেন।
লেনিন
মার্ক্সবাদী দের অবিসংবাদী নেতা।
আডলফ হিটলার
তার সম্পর্কে কিছু বলার নাই। তবে বেচারা জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্বে জিতলে আজকে মুভির নায়ক থাকত।
আব্রাহাম লিংকন
মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি। তারে খুব ভালা পাই।
মার্কিন যুক্তরাষ্ট্রের সব রাষ্ট্রপতিকে যদি এভাবে এক করা হত তাহলে কেমন হত।
** সব গুলো ছবিই ইন্টারনেট থেকে সংগ্রীহিত
---------ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।