জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রুহুল হক বলেন, সারা দেশে হাজার খানেক অ্যনেসথেসিস্টের (অবেদনবিদ) অভাব রয়েছে। অচিরেই এই অভাব পূরণে নিয়োগ দেয়া হবে।
এরআগে এক সম্পূরক প্রশ্নে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজা খাতুন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে অ্যনেসথেসিস্ট নিয়োগ দেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
আরেক প্রশ্নের জবাবে রুহুল হক বলেন, সরকার খাদ্য সম্পূরক ও প্রসাধন সামগ্রীকে ওষুধ আইনের আওতায় আনার পরিকল্পনা করছে।
বিএনপির শাম্মী আক্তার তার প্রশ্নে জানতে চান, ভারত, আমেরিকা, থাইল্যান্ড ও জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে উচ্চমানের ভিটামিনের নামে যে নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ আমদানি এবং এসব ওষুধ খাদ্য সম্পূরক হিসেবে ওষুধের দোকানে বিক্রি হচ্ছে- তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিযোগ আংশিক সত্য। বিশ্বের উন্নত দেশে খাদ্য সম্পূরকের সামগ্রিক বিষয়টি ওষুধ প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে খাদ্য সম্পূরক ওষুধ প্রশাসন অধিদপ্তরের আওতার বাইরে।
এ কারণে এসব বিষয় নিয়ে বিভ্রান্তি ও অপচিকিৎসার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, খাদ্য সম্পূরক উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের বিষয়টি আমলে নিয়ে খাদ্য সম্পুরক ও প্রসাধন সামগ্রীকে জরুরি ভিত্তিতে ওষুধ আইনের আওতায় আনার পরিকল্পনা আছে।
ফরিদা রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে এইচআইভি ভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার ২৩৪ জন।
এদিকে, বিএনপির রেহানা আক্তারের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী রেহানা আক্তার রানু বলেন, গত ২২ ফেব্রুয়ারি কতিপয় দুস্কৃতকারী বায়তুল মোকাররত মসজিদে অপ্রীতিকর ঘটনা ঘটায়।
“তারা মসজিদ থেকে মিছিল বের করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা মসজিদের কার্পেটে অগ্নিসংযোগ করে এবং উত্তরদিকে ফটক ভেঙে ফেলে। সেজন্য মুসল্লিদের নিরাপদে নামাজ আদায়ের সুবিধার্থে দুই শুক্রবার জাতীয় মসজিদের উত্তর দিকের ফকট বন্ধ রাখা হয়।
”
সরকারি দলের তাজুল ইসলাম এক প্রশ্নে জানতে চান যে, ধর্মে উল্লেখ আছে এক মুসলমান অন্য মুসলমানকে নাস্তিক বলতে পারে না। কিন্তু সমাজে একে অন্যকে নাস্তিক বলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই প্রবণতা রোধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না?
এই প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া বলেন, “বিষয়টি ধর্মীয় ও স্পর্শকাতর। এই রকম স্পর্শকাতর বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে দেশের খ্যাতনামা প্রথিতযশা আলেম-ওলামাদের সঙ্গে যথাযথ আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।