আমাদের কথা খুঁজে নিন

   

Changing values- পরিবর্তিত মূল্যবোধ ।

পরিবর্তন অবশ্যম্ভাবী । আমরা চাই বা না চাই এটা আসবেই । কিন্তু যে পরিবর্তন নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটায় সেটা কতটা সমর্থন যোগ্য ? ১৯৫৮ সালে আমেরিকার হাই স্কুলের অধ্যক্ষদের মধ্যে একটি সমীক্ষায় এই প্রশ্নটি করা হয়েছিল- 'আপনার ছাত্রদের প্রধান সমস্যাগুলো কি কি ?' তখন উত্তর ছিল- ১। বাড়িতে যা কাজ দেয়া হয় তা করে না । ২।

জিনিসপত্রের প্রতি কোন মমতা নেই । ৩। ঘরের মধ্যে অপ্রয়োজনে আলো জ্বেলে রাখে, দরজা জানালা খুলে ঘুমায় । ৪। ঘরের মাঝে থু থু ফেলে ।

৫। অনর্থক দৌড়াদৌড়ি করে । ৩০ বছর পর ১৯৮৮ সালের আরেক সমীক্ষায় ঠিক একই প্রশ্নটি করা হয়েছিল । তখন উত্তরগুলি ছিল আশ্চার্যজনক ভাবে ভিন্ন । তখনকার প্রধান সমস্যাগুলো ছিল- ১।

গর্ভপাত । ২। এইডস । ৩। ধর্ষণ ।

৪। মাদকাসক্তি । ৫। হিংসাত্মক আক্রমণ, অকাল আত্মহনন, অস্ত্রবহন ইত্যাদি । এটা ছিল ১৯৮৮ সালের জরিপ ।

এর ৩০ বছর পর যখন ২০১৮ সালে একই প্রশ্নটি করা হবে এর উত্তর কতটা ভয়াবহ হবে তা আন্দাজ করাও কষ্টসাধ্য । আমেরিকার কথা বাদ । আমাদের বাংলাদেশের অবস্থা কি খুব ভালো ? ৯০ এর দশকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল অনেক আগেই তা হারিয়ে গেছে । হত্যা, গুম, ইভটিজিং, ধর্ষণ বেড়ে গেছে অস্বাভাবিক হারে । সাবধান হওয়ার সময় কিন্তু চলে যাচ্ছে ।

ভয়াবহ এক পরিণতির দিকে ধাবিত হচ্ছি আমরা । এখনই যদি থামতে না পারি, তবে আর কখনোই পারবো না । আবার বর্বর যুগে ফিরে যেতে হবে আমাদের- এটা আমরা চাই বা না চাই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।