আমাদের কথা খুঁজে নিন

   

ভাল চিন্তা

কোন বিপদ বা হতাশার রেশ কেটে যাবার পর কিংবা কোন সৌভাগ্য বা সাফল্য অর্জনের আনন্দের রেশ কেটে যাবার পর অনেকে একটা বিশেষ হতাশায় ভোগেন। সেই বিশেষ হতাশাটা হল- "কেন আমি হতাশাগ্রস্থ হয়ে প্রথমে কেঁদে-কেটে মাথার চুল ছেঁড়ার জায়গায় আল্লাহর কাছে সাহায্য চাইলাম না?" অথবা, "কেন আমি সাফল্যের খবরে প্রথমে খুশিতে লাফ দিয়ে বন্ধুকে জড়িয়ে ধরার বদলে আল্লাহকে ধন্যবাদ জানালাম না?" আমার মতে এটা নিয়ে হতাশ হবার কিছু নেই। কারণ Lao Tzu বলেছেন, “Watch your thoughts; they become words. Watch your words; they become actions. Watch your actions; they become habit. Watch your habits; they become character. Watch your character; it becomes your destiny.” পুরো ব্যাপারটাই আসলে অবচেতনের (এখানে character-কে "অবচেতন" দিয়ে রিপ্লেস করতে পারেন)। আপনি হয়তবা সরাসরি কোন ব্যবস্থা নিতে পারবেন না। কিন্তু নিয়মিত ধর্মকর্ম, ভাল কাজ করে আপনার চিন্তা তথা আপনার অবচেতনের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব খাটাতে পারবেন এবং ইন-শা-আল্লাহ প্রত্যাশিত ফল লাভ করতে পারবেন। তাই নিজেকে বলুন, “I shall bear good thoughts; they will become good words. I shall say good words; they will become good actions. I shall perform good actions; they will become good habit. I shall grow good habits; they will become good character. I shall build a good character; it will become a glorious destiny.” আপনি ইতোমধ্যে নিজের একটা দিক সম্পর্কে সচেতন হয়েছেন এবং তাকে উন্নত করার সদিচ্ছা আপনার মধ্যে তৈরি হয়েছে। এর থেকে প্রেরণা নিয়ে কাজে নেমে পড়ুন। শুভ কামনা রইল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।