সোমবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সপ্তম ওয়ার্কিং গ্রুপ অন সিভিল এভিয়েশন অফ ডেভেলপিং এইট (ডি এইট ডব্লিউজিসিএ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী।
বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এ বছরের সভায় গুরুত্ব পাবে।
বেসামরিক বিমান চলাচল সচিব খোরশেদ আলম চৌধুরী বলেন, “এ সভার উদ্দেশ্য হলো সিভিল এভিয়েশন শিল্পকে সরকারি ও বেসরকারি পর্যায়ে এগিয়ে নেয়ার জন্য করনীয় বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করা। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা। ”
ডি এইট ডব্লিউজিসিএ এর সেক্রেটারি জেনারেল ইরানের আলী মোহাম্মদ মুসাফী বলেন, “এভিয়েশন আকাশপথে পণ্য এবং যাত্রী পরিবহনে উল্লেখযোগ্য লক্ষমাত্রা অর্জন করেছে।
অতীতের চেয়ে এ ক্ষেত্রে দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ”
এ সভার মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিকূলতাগুলোকে চিহ্ণিত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে ডি এইট ডব্লিউজিসিএ এর চেয়ারম্যান নাইজেরিয়ার জয়েস ডানিয়েল, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনসহ সদস্য রাষ্ট্রের ১৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়নের লক্ষে ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কে প্রতিষ্ঠিত হয় ‘উন্নয়নশীল আট’। এই আটটি দেশের সিভিল এভিয়েশন ক্ষেত্রে উন্নয়নের লক্ষে ডি এইট ডব্লিউজিসিএ গঠিত হয় ২০০৮ সালে।
বাংলাদেশ ছাড়া উন্নয়নশীল আট এর সদস্য রাষ্ট্র হলো মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।