আজ আমি তোমাদেরকে উদ্দেশ্য করে লিখছি ...
শাহিনাও শেষ পর্যন্ত হারিয়ে গেল। হারিয়ে গেল এক বছরের এক শিশুর মা। যে কিনা প্রতিটা দিন পরম যত্নে তার ছোট্ট যক্ষের ধনকে আগলে রাখতো। একটু একটু করে রক্ত মাংসের পিণ্ডকে গভীর মমতায় লালন করে বেড়ে তুলছিল। প্রায় ৫ দিন ধরে জীবন মরনের যুদ্ধে হেরে গেল সে।
তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার সন্তানকে একবারের জন্য দেখতে চেয়েছিল।
হে প্রভু, এ কি রকম তোমার লিলা খেলা ?
উদ্ধারকারি এক সেনা সদস্য কে বলেছিল তার বেঁচে থাকার আকুতির কথা , বলেছিল তার সন্তানের জন্য আদরের কথা। উদ্ধারের এক পর্যায় সেই সেনা সদস্য তাকে বোনের মত আদরে সেখান থেকে উদ্ধার করার আপ্রান চেষ্টা করেছিল। উদ্ধারকারী শাহিনার আটকে পরা থেকে উদ্ধার করার জন্য বলেছিল " বোন, তোমার বুকের উপর যে কংক্রিট তা থেকে বের করার জন্য হয়ত তোমার বুক কেটে ফেলতে হতে পারে।
এই কথা শোনার সাথে সাথে শাহিনা বলে উঠলো --" ভাই, তাহলে আমি আমার ছোট্ট এক বছরের সন্তান কে কিভাবে দুধ খাওয়াবো ।
ভেবে দেখেন তো -......মৃত্যুর খুব সন্নিকটেও শাহিনা তার মাতৃতকে ভুলতে পারে নি। মায়ের আদর ভুলে গিয়ে বলে নি যে আমি তো ব্যাথা পাব কিনবা কেটে ফেলুন আমি বেঁচে থাকতে চাই।
হতে পারে শাহিনা গেয়ো, অশিক্ষিত , গরিব। তবুও সে যে উদাহরন সৃষ্টি করে গেল তা আমাদের বোধগম্য হওয়া উচিত। অথচ আজ কালের আমরা আধুনিক মায়েরা কি করি ? কি দেখতে পাই এই সমাজে।
ডাস্টবিনে অপরিপক্ক শিশুর মৃত দেহ কিনবা রাস্তার ধারে ফেলে রাখা শিশুর নিথর দেহ। কি শিক্ষা দেয় এই ঘটনা আমাদের কে??
আমাদের কে ক্ষমা করো শাহিনা , ক্ষমা করো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।