আমাদের কথা খুঁজে নিন

   

গুগল সার্চ এ সেন্টমার্টিন (Saint Martin's island) দ্বীপের এই রকম ছবি পাই নাই.. (ছবি))

আমি বাংলায় মাতি উল্লাশে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে রেগে গিয়ে করি বাংলায় চিৎকার আমি ঘোরার ক্ষেত্রে সব সময় প্যাকেজ ফরমেট থেকে দুরে থাকার চেষ্টা করি। যে মজা নিজে নিজে ঘোরার মধ্যে আছে তা অন্যের দেখানো পথে চলে নেই। তবে হ্যা আমি কোথাও ঘুরতে গেলে বিভিন্ন ব্লগ ঘেটে তার পর ই যাই এবং ব্লগে কি কি জিনিস লিখে নাই তাই বের করে মজা নেই। এটা আমার এই ব্লগে প্রথম পোস্ট, আশা করি ভালো লাগবে। ডিসেম্বর ১ তারিখ রাতে ঘুরে এলাম সেন্টমার্টিস দ্বীপে (অবশ্যই ছেড়া দ্বীপ ও ছিল)।

এটাই আমার প্রথম বার সেন্টমার্টিন ট্রিপ। দুই রাত ছিলাম ওখানে। পূরো পূর্ণিমা না পেলেও রাত বারটার চাঁদ টা সৈকত থেকে দেখতে খারাপ লাগেনি। যাই হোক আমি এই ভ্রমণ সম্পর্কে পরে লিখব আজ কিছূ ছবি দিতে চাই যে গুলো আমি গুগল সার্চ-এ সেন্ট মার্টিন (Saint Martin's island) দ্বীপের এই রকম ছবি পাই নাই.. মনে হইতাছে এক্ষনি লাফ দিয়া নাইমা যাই। ছেড়া দ্বীপে যাওয়ার পথ।

আমরা যাওয়া সময় ট্রলারে গেছি, আসার সময় হেটে আসছি। টেকনাফ থেকে সেন্টমার্টিন পুরো পথের সঙ্গি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.