বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক লোগাহ্ রীমা যা বিলীয়মান লেক নামেও পরিচিত । যার অবস্থান আয়ারল্যান্ডের সমুদ্রতীরবর্তী শহর বেলীক্যাসল থেকে মাত্র কয়েক মাইল দূরে । এই লেকটির গঠন চুনাপাথরের দ্বারা যাতে আছে অসংখ্য ছিদ্র আর এই ছিদ্রগুলো ঘন ঘাসের কারণে বন্ধ থাকে ।ভারী বর্ষণের পর অতিরিক্ত সময় পানি জমা থাকার কারনে এই ছিদ্রগুলো খুলে যায় এবং পানি নিস্কাষিত হতে থাকে । এই লেকের রহস্য যদি কোন পথিকের জানা না থাকে তবে তার জন্য সত্যিই একটি আশ্চার্য ঘটনা । আসুন প্রায়ই বিলীয়মান এই লেকের কিছু ছবি দেখি যা নেট থেকে সংগৃহিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।