আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপ ফন্ট সমস্যা কিভাবে খুজে পাবো আমার প্রয়োজনীয় ফন্ট

হে হে হে আমি যখন কোন টেমপ্লেট ফটোশপে ওপেন করি তখন ঠিক এই লেখাটা দেখায় । এই লেখাতে ওকে করলে তারপর টেমপ্লেট ওপেন হয় । Some text layes contains fonts that are missing. These layers will need to have the missing fonts replaced before they can be used for vector based output. কিন্তু টেক্স লেয়ার গুলোতে (!) দেওয়া থাকে । টেক্স লেয়ারে ফন্ট মিসিং বুঝলাম কিন্তু এই টেমপ্লেটে কোন ফন্ট ইউজ হইছে বুঝবো কেমনে ? সেই ফন্ট পাবো কিভাবে ? আমি সিএসএস ফাইল থেকে খুজে বের করলাম এটা helvetica, arial, sans-serif এই ফন্ট দেওয়া আছে । আমি এই নামে অনেক খুজলাম কিন্তু আশানুরুপ কোন ফন্ট পেলাম না । যারা ফটোশপে পিএসডি টু এইচটিএমএল কিংবা পিএসডি টু ওয়ার্ডপ্রেস করেন তারা কাজ করেন কিভাবে ? এইসব ফন্ট পাবো কিভাবে তখন তো সিএসএস ফাইলও পাওয়া যাবে না যে দেখা যাবে এই টেমপ্লেটে কোন ফন্ট ইউজ হইছে । আমার মনে হচ্ছে এর কোন সহজ পথ আছে নইলে হাজার হাজার ফন্টও তো ইনস্টল দেওয়া সম্ভব না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।