আমাদের কথা খুঁজে নিন

   

‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’ পরিদর্শন করলেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ

অযথা ঝগড়া বিবাদ ভাল লাগে না। শিক্ষা বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। সু শিক্ষা চাই সর্বত্র। চারদিকে মঘেনা নদী পরবিষ্টেতি বচ্ছিন্নি চরাঞ্চল নারায়ণগঞ্জরে সোনারগাঁ উপজলোর নূনরেটকেরে মায়াদ্বীপে সুর্বণগ্রাম ফাউন্ডশেন পরচিালতি ছিন্নমূল জেলে শিশুদের জন্য ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’ পরর্দিশন করলনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। মায়াদ্বীপের ছিন্নমূল শিশু ও চরের মানুষের জীবন-জীবিকার বাস্তব চিত্র অবলোকন করতে শুক্রবার (৭ ডিসেম্বর' ১২ )দিনভর তিনি সেখানে সময় কাটান।

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ মায়াদ্বীপরে ছিমূল শিশু-কিশোরদরে মাঝে ক্রীড়া ও খেলনা সামগ্রী বতিরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজলো নির্বাহী র্কমর্কতা সাগরকিা নাসরনি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী র্কমর্কতা ফারহানা কাউনাইন, দেশ টিভির যুগ্ম র্বাতা সম্পাদক মাহমুদ হাশমি, সাহিত্যিক ও গবষেক শামসুদ্দোহা চৌধুরী, সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি বাবুল মোশাররফ, সুর্বণগ্রাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কবি শাহেদ কায়েস, যুগান্তর প্রতিনিধি আল আমিন তুষার, কমরডে শংকর, আনিছুর রহমান প্রমূখ। এছাড়াও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৭০ জন শিক্ষার্থী। পরে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের শিক্ষার্থীরা র্পযটন নগরী সোনারগাঁয়ের লোক ও কারুশল্পি ফাউন্ডশেন এবং পানাম নগরী ঘুরে দখেনে। চারদিকে মঘেনা নদী পরবিষ্টেতি বচ্ছিন্নি চরাঞ্চল নারায়ণগঞ্জরে সোনারগাঁ উপজলোর নূনরেটকেরে মায়াদ্বীপে সুর্বণগ্রাম ফাউন্ডশেন পরচিালতি ছিন্নমূল জেলে শিশুদের জন্য ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’ পরর্দিশন করলনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

মায়াদ্বীপের ছিন্নমূল শিশু ও চরের মানুষের জীবন-জীবিকার বাস্তব চিত্র অবলোকন করতে শুক্রবার (৭ ডিসেম্বর' ১২ )দিনভর তিনি সেখানে সময় কাটান। অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ মায়াদ্বীপরে ছিমূল শিশু-কিশোরদরে মাঝে ক্রীড়া ও খেলনা সামগ্রী বতিরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজলো নির্বাহী র্কমর্কতা সাগরকিা নাসরনি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী র্কমর্কতা ফারহানা কাউনাইন, দেশ টিভির যুগ্ম র্বাতা সম্পাদক মাহমুদ হাশমি, সাহিত্যিক ও গবষেক শামসুদ্দোহা চৌধুরী, সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি বাবুল মোশাররফ, সুর্বণগ্রাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কবি শাহেদ কায়েস, যুগান্তর প্রতিনিধি আল আমিন তুষার, কমরডে শংকর, আনিছুর রহমান প্রমূখ। এছাড়াও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৭০ জন শিক্ষার্থী। পরে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের শিক্ষার্থীরা র্পযটন নগরী সোনারগাঁয়ের লোক ও কারুশল্পি ফাউন্ডশেন এবং পানাম নগরী ঘুরে দখেনে।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।