আমাদের কথা খুঁজে নিন

   

মাহমুদুল্লাই টাইগার! বাকিগুলা বিলাইয়ের ছাও!!

আজিকার এই বাংলাদেশে রক্ত সৌধ রচনার বড্ড প্রয়োজন! আজকে বাংলাদেশ যা খেললো আসেন আমরা তার একটা চুলছিড়া বিশ্লেষন করি। আমাদের ক্রিকেট টিমের টপ অর্ডাররা খেলতে নামেন না পাইরা। আজকে তামিম ভাই নাকি ২ নম্বর না কইরাই মাঠে নামছিলেন। বেশী চাপ দেয়াতে আউট হওয়া ছাড়া কোন উপায় ছিলোনা। বিজয় বাবু তো ২ ম্যাচ আগেই উনার কর্তব্য পালন করেছেন।

তাই এই ম্যাচে উনাকে মাফ করা হোক। নাঈম মিয়া শুনছি ইদানিং পিরিতে মশগুল হইছেন। উনার গার্লফ্রেন্ডের একটা গোপন মেসেজ উনার মোবাইলে আসছিলো। আর সেইটা উনি ড্রেসিং রুমে রাইখা আসছিলেন। তাই মানসম্মান বাচাইতে আউট হওয়া লাগছে।

নাসির ভাই তো আরেক চীজ!উনি টেস্টে এতো ভালো খেললেন। সবার প্রশংসা কুড়ালেন। উনার উপর যাতে কারো মুখ না লাগে তাই উনি তাড়াতাড়ি আউট হইলেন আরকি। মুশফিক ভাই যদিও চাইছিলেন দুনিয়াবী কম্ম থেইকা বাইচা জান-জীবন নিয়া খেলতে কিন্তু উনার শর্ট হওয়াটাই হইছে সমস্যা!ওয়েস্ট ইন্ডিজের এমন লম্বু লম্বু প্লেয়ারদের নিকট নিজেকে নিতান্ত বাট্রু মনে হওয়াতে উনি লজ্জায় উইকেট দিয়ে এসেছেন। মাহমুদ ভাইয়ের কথা আর কি কমু।

টাইগার থাকলে বিডি টিমে একটাই আছে! বাকি ৪ জনের কথা বইলা আর লাভ কি?উনারা তো বোলিং কইরাই হয়রান হইয়া গেছেন। তার পরেও যা করছেন সেটা আমাদের উপর নিতান্তই দয়া পরবশ হইয়া করছেন। তাই একটা কথা আর না কইয়া পারলাম না। "মাহমুদুল্লাই টাইগার! বাকিগুলা বিলাইয়ের ছাও!! ম্যাও!! ম্যাও!!" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.