জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ আবার নতুন করে বাঁচি নতুন সকাল আনি আজ তোমার হারানো মন খুঁজে আমার আর নেই কোনো কাজ। ফাগুন সন্ধ্যা বেলা গেল শেষ হলো শ্রাবন বিকেল ভরা নদী বুড়িয়ে সে গেছে মনে তার তার দুঃখ অঢেল। ফিকে মন, ফিকে সব স্মৃতির পাতা জোসনার রংটুকু ভাল ভাল তার ধোঁয়া সরলতা। তুমি তবু ফিকে কভু নও রঙিণ জীবন চালাঘরে জোছনার ছায়া পড়ে তাই স্নেহ আসে কোল আলো করে.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।