দেখিনু সেদিন সাভারে, 'ছোটলোক' কত শ্রমিক মরিল রানাদের পাপভারে, চোখ ফেটে এল জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মারখাবে দুর্বল ! যে গরীবদের প্রাণ দিয়ে ঐ অর্থনীতি চলে, বিত্তবানরা চালক তাহাতে, মজুরেরা পদতলে । মাশুল দিয়াছ?―চুপ রও যত মিথ্যাবাদীর দল ! বিশ হাজার দিয়ে জীবনের তুই কতটুকু পেলি বল্? তাজরীনে তব পুড়িছে শ্রমিক, সাভারেও ভবন ধ্বসে, মানবতা আজ পুড়িয়া দগ্ধ, দেশছেয়ে গেছে লাশে । গার্মেন্টস-এ খাটিয়া মরিছে, গড়িয়াছে কোটিপতি, অভুক্ত ঐ দেহেতে না জানি আছে কত ব্যাথা সাথী । বল ত এসব কাহাদের দান? তোমার লক্ষ টাকা। কার খুনে পাওয়া? ঠুলি খুলে দেখ প্রতি নোটে আছে লিখা, তুমি জান না'ক, কিন্তু দেশেরপ্রতি পাই- আনা জানে, ঐ লাশ, ঐ টাকাকড়ি আর ভবন ধ্বসের মানে । আসিতেছে শুভদিন― দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ ! হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দু'পাশেপড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।