নাই তো শুভ দিন,
Respect+ এর পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা কি শিখব তা নিয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত। চলুন মূল আলোচনায় গমন করি।
আমি হয়তো ভাল গান গেতে পারি না, হয়তোবা মানুষকে Impress করার মত ভাল কোনো গুন নেই। কিন্তু কি হয়েছে আজ থেকে আমার Passion হবে একজন দারুণ Mouth Organist হবার।
দেখিয়ে দেব সবাইকে যে ”’দেখো”’!! কারন গিটার , কি বোর্ড এর মত মাউথ অরগান বাজাতে ‘ওস্তাদ’ লাগে না!! বাসায় বসেই শিখতে পারেন…। পারবেন না? তাহলে চলুন আমার সাথে!!
Mouth Organ/Harmonica বাজানো একটি প্যাশন এবং তা হয়ত আপনার আয়ের ও সোর্স হতে পারে। যেহেতু আমরা আজ প্রথম পরিচয় হয়েছি , একদম শুরু থেকে আলোচনা করাই ভাল হবে। যদিও অনেক দেশে mouth Organ বাজানো একটি শিল্প কিন্তু আমাদের দেশে আমি এই Trend এর প্রচলন লক্ষ করি নি। আমার এই বাদ্যযন্ত্র শিখার প্রাথমিক অবস্থা খুব মর্মান্তিক হলেও আপনাদের জন্য তা হবে না আশা করি কারন আজ থেকে আমি তো আছি,তাই না? চলুন প্যা প্যা করে না বাজিয়ে সঠিক সুর তুলে অবাক করে দেই আমার আশেপাশের মানুষগুলোকে যাদের কাছে আমি ছিলাম প্রতিভাহীন অর্বাচিন বালক।
হয়ত আপনার জন্মসূত্রে প্রাপ্ত প্রতিভাই আছে এখানে!!
কি মাউথ অরগান কিনব?
-=- বাজারে মাউথ অরগান কিনার জন্য যদি জিজ্ঞেস করেন =ভাই মাউথ অরগান আছে? বিঃদ্রঃ আমি এটাই জিজ্ঞেস করেছিলাম! তাহলে আপনাকে একটি Bee Or Flying Eagle Companyর একটি ১২০ টাকা দামের মাউথ অরগান ধরিয়ে দেবে। আমার ভুলটা শুধরে চলে যান সাইন্স ল্যাব এ । ওখানে নানা কম্পানী এর মাউথ অরগান পাবেন। Hohner বা SX Blues(আমি এটা ব্যবহার করি) । আমি SX blues এর 10 Hole Diatonic C ব্যবহার করার জন্য সাজেস্ট করব।
আর দাম পরবে ৬০০ টাকা আর আপনার যদি একটা থেকে থাকে চলুন আজ এবং এখন থেকেই শেখা শুরু করি
প্রাথমিক ধাপ :
আপনার ১০ টা হোল বিশিষ্ট মাউথ অরগান টিকে মনে মনে দশটা ভাগে ভাগ করে ফেলুন আর প্রয়োজন হলে আমি নিচে যা লিখছি তা খাতায় লিখে ফেলুন জলদি করে…
1 2 3 4 5 6 7 8 9 10
-1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10
এখন প্রশ্ন হল আমি উপরের সারি তে কেন ১,২ …… আর নিচের সারিতে -১, -২ … ইত্যাদি লিখলাম,তাই না? হা,বলছি ।
উপরের 1 2 3 … আপনার মাউথ অরগান এর পর্যায়ক্রমিক দশটি হোলের নাম্বার … আপনাকে তা ভেবে নিতে হবে… আর SX Blues এ নাম্বার দেওয়া আছে মানে প্রথম হোলের নাম্বার 1, 2য় হোলের নাম্বার ২ ইত্যাদি…
বাজানোর পদ্ধতি :
ধরুন আমি যখন 4 লিখব তখন আপনাকে 4 নাম্বার হোলে নিচের দিকে ফু দিতে হবে আর যখন -4 বলব তখন 4 নাম্বার হোলে উপরের দিকে ফু টানতে হবে। এটাই হল মাউথ অরগান এর মূলনীতি।
আজকে কি বাজানো শিখব?
আজকে আমরা Twinkle Twinkle গান তা বাজানোর চেষ্টা করব,হা? চলুন আপনাদেরকে দিয়ে দেই Notation টা। Notation হল আপনাকে পর্যায়ক্রমিক কোন কোন হোলে ফু দিলে একটা গান play হবে তার নাম্বার ।
============================
Twinkle Twinkle Little Star
4 4 6 6 -6 -6 6
How I Wonder What You Are
-5 -5 5 5 -4 -4 4
Up Above The World So High
6 6 -5 -5 5 5 -4
Like A Diamond In The Sky
6 6 -5 -5 5 5 -4
=============================
দিলাম তো , এখন উপরের নিয়মানুসারে বাজিয়ে যান।
আর আপনার কাছে মাউথ অরগান এখন না থাকলে পোস্ট টি Bookmark করে রাখতে পারেন। অতবা আমার সাথে যুক্ত থাকতে পারেন।
ভবিষ্যতে হয়ত আর নতুন নতুন গান নিয়ে আসব কিন্তু তার আগে মাউথ অরগান এ হাত আর মুখ টা চালু করুন। দারুন বাজাতে পারবেন আশা করি।
চেষ্টা করুন , আমার বিশ্বাস আপনি পারবেন । ধন্যবাদ।
যদি আরো সাহায্যের প্রয়োজন হয় এবং Mouth Organ Professional হওয়ার ইচ্ছা পোষন করেন তাহলে আমায় Facebook এ পেতে পারেন এইখানে ক্লিক করে।
ভালো থাকবেন আর আপনার পাশের মানুশটিকে ভাল রাখবেন। ধন্যবাদ আবারো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।