আমাদের কথা খুঁজে নিন

   

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার – ক্যারিয়ার ইনফর্মেশন

কাজের বর্ণনা একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার তার কর্মক্ষেত্রে বায়োলজিকাল টিস্যু অথবা মেডিসিন সম্পর্কিত যেকোনো সমস্যা বিশ্লেষণ করেন এবং এটাকে কীভাবে সমাধান করা যায় তা বের করেন । তারা কৃত্রিম অঙ্গ ডিজাইন করেন এবং সেই সম্পর্কিত বিভিন্ন ম্যাটারিয়াল তৈরি করেন সেই কৃত্রিম অঙ্গ তৈরি করতে । এছাড়াও তারা বিভিন্ন সফটওয়ার উন্নত করেন যেগুলো মেডিক্যাল ইকুইপমেনট চালাতে ব্যবহার করা হয় । একজন বায়োমেডিকাল ইঞ্জিনিয়ার তার বিজ্ঞান ও গণিত সম্পর্কিত তথ্য ব্যবহার করে , মেডিসিন এর ক্ষেত্রে কীভাবে তা ব্যবহার করা যায় সেটা বের করেন । একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বিশেষায়িত দিকে কাজ করতে পারেন ।

সেই বিশেষ দিক গুলো হল বায়ো ইনসট্রুম্যানটেশন , বায়ো মেটারিয়ালস , বায়ো মেকানিকস , জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল ইমেজিং ইত্যাদি । কাজ পাওয়ার সম্ভাবনা এক পরিসংখান এ দেখা গেছে প্রায় ১৬০০ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ২০১০ সালে নিয়োগ পেয়েছেন ইউ এস এ তে । শিক্ষাগত যোগ্যতা একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে তার ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি ধারী হতে হবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে । বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স ওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজিকাল সায়েন্স এর সমন্বয়ে গঠিত হতে হবে । অন্যান্য যোগ্যতা একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে তার আরও যে যোগ্যতা লাগবে তা হল – সমস্যা সমাধান করার দক্ষতা , ভালো শ্রোতা হওয়া , বিশ্লেষণ করার ক্ষমতা , গনিতে দক্ষ হওয়া এবং সবচেয়ে প্রয়োজনীয় যেটা হল অন্যজনের সাথে যোগাযোগ করার ক্ষমতা ।

আয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের ২০১১ সালে গড় বার্ষিক আয় ছিল ৮৪ ,৬৭০ ইউ এস ডলার । বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের দৈনিক কাজকর্ম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার তার দৈনন্দিন কাজকর্মে যা করে তা নিম্নরূপ ১। শরীরের যেসব অঙ্গ রিপ্লেস করা হবে তার জন্য কৃত্রিম অঙ্গের এবং অন্যান্য যন্ত্রপাতির ডিজাইন ২। বায়ো মেডিক্যাল যন্ত্র পরীক্ষা করা যে - এটি নিরাপদ , উপযোগী এবং ফলপ্রদ ৩। বায়ো মেডিক্যাল যন্ত্র বসানো , ঠিক মতো কাজ করছে কিনা তা দেখা অথবা পরিবর্তন করা ।

৪। অন্যান্য ফিল্ডের লোক যেমন মেডিক্যাল সাইয়েনটিসট , লাইফ সাইয়েনটিসট এবং কেমিস্ট এর সাথে যোগাযোগ করা । সূত্র – carrerplanning.about.com/od/occupation/p/biomed_engineer.htm ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.