আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ারম্যান০০৭, নিয়েল(হিমু), অপূর্ণ'সহ জনপ্রিয় ব্লগারদের নিকট একটি জরুরী আবেদন।

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D উপরে উল্লেখিত ব্লগারসহ আরও যেসব জনপ্রিয় ব্লগাররা আছেন এবং যারা অন্তত যুদ্ধঅপরাধীদের বিচারের পক্ষে আছেন, তাদের কাছে আমার একটি আকুল আবেদন, আগামি কয়েকদিন জাগতিক বিষয়ে পোস্ট দেওয়ার বদলে যুদ্ধঅপরাধীদের বিচার নিয়ে অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং সেসময়ে রাজাকারদের কুকর্ম নিয়ে পোস্ট দিতে থাকেন। আমার এই আবেদনের উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন। যারা পারেননি তাদের উদ্দেশে বলতে চাই, এই মাসে দুই-একজন অপরাধির রায় এসতে পারে। এই জন্যই স্বাধীনতাবিরোধীরা শুধু হরতাল দিয়ে শান্ত থাকবে না, আরও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাবে। এর কিছু নমুনা এই কয়দিন যারা সামুতে নিয়মিত ভিজিটর তারা নিশ্চয়ই খেয়াল করেছেন।

তাই উপরে উল্লেখিত ব্লগারসহ আরও যেসব মুক্তিযুদ্ধ অর্থাৎ বাংলাদেশপন্থি ব্লগাররা রয়েছেন তাদের কাছে আমার আকুল আবেদন, প্লিজ প্লিজ আগামি কয়েকদিন অন্তত রাজাকার বিরোধী অর্থাৎ বিচারের পক্ষে পোস্ট দেন। সময় এসেছে জাতির কলঙ্ক কিছুটা লাগবের। নইলে সারাজিবন অপরাধী হয়ে যাবো। উপরে উল্লেখিত ব্লগাররা ছাড়া যাদের নাম দিতে পারিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সে সাথে যাদের নাম উল্লেখ করেছি তাদের কাছে আমার আবেদন, আপনাদের প্রচুর অনুসারিত পাঠক আছেন এবং তাছাড়া আপনাদের লেখা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে শেয়ার করা হয়।

তাই আপনাদেরকে বলছি প্লিজ আপনাদের সহ যাদের এই গুনটি রয়েছে প্লীজ আপনাদের এই শক্তিটি কাজে লাগান, আপনাদের এই শক্তিটি জাতির আজ একান্ত কাম্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।